রাসিকে আরও ৪টি ওয়াটার ট্যাংকার ট্রাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিবহন শাখায় যুক্ত হয়েছে চারটি ওয়াটার ট্যাংকার ট্রাক। আজ বুধবার নগর ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এসব ওয়াটার ট্যাংকার ট্রাকের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে দোয়া করা হয়। 

এর আগে মহানগরীর রাস্তাঘাটসহ গাছের পরিচর্যায় সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় এই চারটি ওয়াটার ট্রাক ক্রয় করা হয়। 

এ সময় রাসিকের প্যানেল মেয়র-২ আব্দুল মোমিন, কাউন্সিলর বেলাল আহম্মেদ, কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সিটি করপোরেশনের সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, সহকারী প্রকৌশলী শাহেদুজ্জামান জীবনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত