খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার তামাশা করছে: মিনু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ২১: ১৮

সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বেগম জিয়া মারাত্মক অসুস্থ। তাঁকে নিয়ে এই সরকার তামাশা করছে। তাঁকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে না দিয়ে, তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকেই নিতে হবে।’ 

আজ সোমবার রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে জেলা ও মহানগর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মিজানুর রহমান মিনু বলেন, ‘সরকার এখন বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করছে। তার সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার অত্যন্ত অমানবিক আচরণ করছে।’ এর জবাব তাদের আগামীতে দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি 

তিনি আরও বলেন, ‘অক্টোবর মাস হচ্ছে এই অনির্বাচিত সরকারের পতনের শেষ মাস। এই মাসেই সরকারের পতন ঘটানো হবে।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত