শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে গত ২০ জুলাই নিহত হন রিকশাচালক রনি প্রামাণিক (৩০)। পরদিন তাঁর মরদেহ বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামে দাফন করা হয়। উপার্জনের একমাত্র অবলম্বন রনির মৃত্যুতে এখন অথৈ সাগরে ভাসছে পুরো পরিবার। ঘটনার সপ্তাহ পেরোলেও থামেনি স্বজনদের শোক-আহাজারি।
‘হামার দুনিয়াত আর কেউ থাকলোনা। ছোল ঢাকাত রিকশা চল্যা সপ্তায় পাঁচ’শ টাকা পাটাতো। সেডা দিয়া ওষুধ কিনতাম। হামার সেই ছোলকে ওরা পাখির মতো গুলি করে মারলো।’
আজ শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামে এভাবেই বিলাপ করছিলেন রনির মা শাহানা বেগম (৬৭)।
রিকশাচালক ছেলের পাঠানো টাকায় ওষুধ আর দু’বেলার খাবার জুটতো স্বামীহারা শাহানা আক্তারের। আন্দোলন চলছে জেনে ছেলেকে রিকশা নিয়ে বের হতে বারণও করেছিলেন হতভাগা এই মা। একমাত্র ছেলেকে হারিয়ে মা শাহানা বেওয়া এখন পাগলপ্রায়। কখনো নিজের ঝুপড়ি ঘরে আবার কখনো মাটিতে বসে ছেলের স্মৃতিচারণ করে বিলাপ করে যাচ্ছেন তিনি।
পঞ্চদাশ গ্রামের মৃত দিলবর প্রামাণিকের ছেলে রনি মিয়া। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার সাভারে ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যরা জানায়, কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনে দুইদিন রিকশা বন্ধ থাকায় ঘরে ওষুধ ও চাল-ডাল ছিল না। তাই, সন্তানদের পেটের ক্ষুধা মেটাতে গত ২০ জুলাই দুপুরে রনি রিকশা নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান। দুটো টাকা রোজগারের আশায় বের হওয়া রনি হঠাৎ সহিংসতার মাঝে পড়েন। পুলিশের গুলিতে হন নিহত।
প্রতিবেশী ও স্বজনদের দাবি, রনির মৃত্যুর সঠিক বিচারের পাশাপাশি সরকার অসহায় এই পরিবারের পাশে এসে দাঁড়ালে তাঁর বৃদ্ধ মা ও বিধবা স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে পাবে।
পঞ্চদাস গ্রামের বাসিন্দা বাবলু সরকার জানান, চার বছর আগে রনির বাবা মারা গেছেন। তাঁর মা শাহানা খাতুন সরকারি খাসজমিতে ঝুপড়ি ঘর তুলে খুব কষ্টে বসবাস করছেন। মানুষের দুয়ারে সাহায্য চেয়ে তাঁর জীবিকা চলে।
রনির স্ত্রী সাথি বেগম বলেন, ‘ছোট ছেলের গায়ে খুব জ্বর জ্বর ছিল। ওর বাবার শরীরও ভালো ছিল না না। আন্দোলনের কারণে দুই দিন রিকশা চালাতে না পারায় ঘরে চাল-ডাল ছিল না। ওষুধ কেনার টাকাও ছিল না। এ জন্য সকাল ৯টার দিকে মহাজনের কাছ থেকে রিকশা নিয়ে বের হয়। দুপুর ১২টার দিকে এক প্রতিবেশী ফোন করে বলে, তোমার স্বামীর বুকে গুলি লাগছে। এখন হাসপাতালে আছে। শোনামাত্র ইভানকে কোলে নিয়ে হাসপাতালে গিয়ে স্বামীর নিথর দেহ দেখতে পাই। তাঁর বুকে-পিঠে অসংখ্য গুলির চিহ্ন ছিল।’
স্থানীয় বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল বলেন, ‘অসহায় পরিবারটির দায়িত্ব সরকার নিলে তাঁর বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে বেঁচে থাকার পথ পাবে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’
কোটা সংস্কারের আন্দোলন চলাকালে ঢাকার সাভারে গুলিবিদ্ধ হয়ে গত ২০ জুলাই নিহত হন রিকশাচালক রনি প্রামাণিক (৩০)। পরদিন তাঁর মরদেহ বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামে দাফন করা হয়। উপার্জনের একমাত্র অবলম্বন রনির মৃত্যুতে এখন অথৈ সাগরে ভাসছে পুরো পরিবার। ঘটনার সপ্তাহ পেরোলেও থামেনি স্বজনদের শোক-আহাজারি।
‘হামার দুনিয়াত আর কেউ থাকলোনা। ছোল ঢাকাত রিকশা চল্যা সপ্তায় পাঁচ’শ টাকা পাটাতো। সেডা দিয়া ওষুধ কিনতাম। হামার সেই ছোলকে ওরা পাখির মতো গুলি করে মারলো।’
আজ শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামে এভাবেই বিলাপ করছিলেন রনির মা শাহানা বেগম (৬৭)।
রিকশাচালক ছেলের পাঠানো টাকায় ওষুধ আর দু’বেলার খাবার জুটতো স্বামীহারা শাহানা আক্তারের। আন্দোলন চলছে জেনে ছেলেকে রিকশা নিয়ে বের হতে বারণও করেছিলেন হতভাগা এই মা। একমাত্র ছেলেকে হারিয়ে মা শাহানা বেওয়া এখন পাগলপ্রায়। কখনো নিজের ঝুপড়ি ঘরে আবার কখনো মাটিতে বসে ছেলের স্মৃতিচারণ করে বিলাপ করে যাচ্ছেন তিনি।
পঞ্চদাশ গ্রামের মৃত দিলবর প্রামাণিকের ছেলে রনি মিয়া। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার সাভারে ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবারের সদস্যরা জানায়, কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনে দুইদিন রিকশা বন্ধ থাকায় ঘরে ওষুধ ও চাল-ডাল ছিল না। তাই, সন্তানদের পেটের ক্ষুধা মেটাতে গত ২০ জুলাই দুপুরে রনি রিকশা নিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান। দুটো টাকা রোজগারের আশায় বের হওয়া রনি হঠাৎ সহিংসতার মাঝে পড়েন। পুলিশের গুলিতে হন নিহত।
প্রতিবেশী ও স্বজনদের দাবি, রনির মৃত্যুর সঠিক বিচারের পাশাপাশি সরকার অসহায় এই পরিবারের পাশে এসে দাঁড়ালে তাঁর বৃদ্ধ মা ও বিধবা স্ত্রী দুই শিশু সন্তান নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে পাবে।
পঞ্চদাস গ্রামের বাসিন্দা বাবলু সরকার জানান, চার বছর আগে রনির বাবা মারা গেছেন। তাঁর মা শাহানা খাতুন সরকারি খাসজমিতে ঝুপড়ি ঘর তুলে খুব কষ্টে বসবাস করছেন। মানুষের দুয়ারে সাহায্য চেয়ে তাঁর জীবিকা চলে।
রনির স্ত্রী সাথি বেগম বলেন, ‘ছোট ছেলের গায়ে খুব জ্বর জ্বর ছিল। ওর বাবার শরীরও ভালো ছিল না না। আন্দোলনের কারণে দুই দিন রিকশা চালাতে না পারায় ঘরে চাল-ডাল ছিল না। ওষুধ কেনার টাকাও ছিল না। এ জন্য সকাল ৯টার দিকে মহাজনের কাছ থেকে রিকশা নিয়ে বের হয়। দুপুর ১২টার দিকে এক প্রতিবেশী ফোন করে বলে, তোমার স্বামীর বুকে গুলি লাগছে। এখন হাসপাতালে আছে। শোনামাত্র ইভানকে কোলে নিয়ে হাসপাতালে গিয়ে স্বামীর নিথর দেহ দেখতে পাই। তাঁর বুকে-পিঠে অসংখ্য গুলির চিহ্ন ছিল।’
স্থানীয় বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল বলেন, ‘অসহায় পরিবারটির দায়িত্ব সরকার নিলে তাঁর বৃদ্ধ মা, স্ত্রী ও দুই ছেলে বেঁচে থাকার পথ পাবে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে