মান্দায় অবৈধভাবে ধান মজুত করায় ৩ আড়তদারকে জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৮: ০১

নওগাঁর মান্দায় অবৈধভাবে ধান মজুত করার দায়ে তিন আড়তদারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার বানিসর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে উপজেলা প্রশাসন। 

অভিযানের নেতৃত্ব দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু এবং সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু। 

উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, মান্দা উপজেলার বানিসর বাজারে কয়েকটি ধান আড়তের গুদামে অবৈধভাবে ধান মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

এ সময় অবৈধভাবে অতিরিক্ত ধান মজুতের দায়ে আড়তদার এনামুল হককে ১ লাখ টাকা, আব্দুল কুদ্দুসকে ৮০ হাজার টাকা ও আবু বাক্কার সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত