বেড়া (পাবনা) প্রতিনিধি
এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।
এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২০ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২৫ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
২৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে