কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার প্রায় দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। অধিকাংশ সময় বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকে। এ কারণে টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
গতকাল রোববার ও আজ সোমবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে। এ কারণে টিকিট কাটার পর স্টেশনের আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ ছাড়া আশপাশে টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।
স্ত্রী সন্তানদের নিয়ে সৈয়দ আলী আহসান ঢাকাগামী একটি ট্রেনের জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বিশ্রামাগারটি কোনো দিন খোলা পেলাম না।’
জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন এক নারী। তিনি বলেন, ‘অনেকক্ষণ হলো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিশ্রামাগার না থাকায় বাইরেই দাঁড়িয়ে আছি। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে ওয়াশরুম না থাকায় একটু বিপাকে পড়েছি।’
রাজশাহীগামী যাত্রী আফজাল জানান, জামতৈল স্টেশনের বিশ্রামাগার তালাবদ্ধ থাকায় তিনি ওয়াশরুম ব্যবহার করতে পারেননি। আশপাশে খোঁজ নিয়েও ওয়াশরুম ব্যবহার করা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সাল থেকেই জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহার অনুপযোগী। এ কারণে অধিকাংশ সময় তালাবদ্ধ করে রাখেন তাঁরা। এটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। দ্রুত এটি ব্যবহারের উপযোগী করা দেওয়া হবে।’
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার প্রায় দুই বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। অধিকাংশ সময় বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকে। এ কারণে টয়লেট ব্যবহারসহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
গতকাল রোববার ও আজ সোমবার সকালে রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই বিশ্রামাগার তালাবদ্ধ রয়েছে। এ কারণে টিকিট কাটার পর স্টেশনের আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। এ ছাড়া আশপাশে টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী।
স্ত্রী সন্তানদের নিয়ে সৈয়দ আলী আহসান ঢাকাগামী একটি ট্রেনের জন্য জামতৈল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বিশ্রামাগারটি কোনো দিন খোলা পেলাম না।’
জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন এক নারী। তিনি বলেন, ‘অনেকক্ষণ হলো ট্রেনের জন্য অপেক্ষা করছি। বিশ্রামাগার না থাকায় বাইরেই দাঁড়িয়ে আছি। ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, কিন্তু আশপাশে ওয়াশরুম না থাকায় একটু বিপাকে পড়েছি।’
রাজশাহীগামী যাত্রী আফজাল জানান, জামতৈল স্টেশনের বিশ্রামাগার তালাবদ্ধ থাকায় তিনি ওয়াশরুম ব্যবহার করতে পারেননি। আশপাশে খোঁজ নিয়েও ওয়াশরুম ব্যবহার করা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সাল থেকেই জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহার অনুপযোগী। এ কারণে অধিকাংশ সময় তালাবদ্ধ করে রাখেন তাঁরা। এটি দ্রুত ঠিক করে দেওয়ার জন্য রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘জামতৈল রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার বিষয়টি আমরা অবগত। দ্রুত এটি ব্যবহারের উপযোগী করা দেওয়া হবে।’
রোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২৯ মিনিট আগেরিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানেরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাঁর আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা...
৩৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগেসংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
১ ঘণ্টা আগে