শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি করে ‘বাংলাদেশ আদিবাসী ইউনিয়নে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন বলেন, ‘সকল বৈষম্য দূর করার জন্যই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। আদিবাসীরাও সেই সংগ্রামে পিছিয়ে ছিল না। অকাতরে জীবন দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি পায়নি।’
বগুড়ার শেরপুরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেবেকা সরেন বলেন, ‘সারা দেশে প্রতিনিয়ত আদিবাসীদের হত্যা, ভূমি দখল–উচ্ছেদের চলছে। সম্প্রতি শেরপুরেও হামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি।’
তিনি এসবের বিচার দাবি করেন। এ ছাড়া আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষা বিশেষত প্রাথমিকের পর্যায় পর্যন্ত তাঁদের মাতৃভাষায় শিক্ষাদানের দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করেন নীপা রানী কণ্ডু।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার সভাপতি কমল তুরি সিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ।
এ ছাড়া আরও বক্তব্য দেন সিপিবির শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি শংকর সাহা, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বার্না বাঁশ টুডু, উপদেষ্টা তাজুল ইসলাম, বগুড়া জেলার উপদেষ্টা সন্তোষ কুমার পাল, কাজল তুড়ি সিং, মালতি রানী সিং, নিমাই ঘোষ প্রমুখ।
আলোচনা শুরুতেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদের ১ মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে কোমল তুরি সিংকে সভাপতি ও প্রাণ কুমারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি করে ‘বাংলাদেশ আদিবাসী ইউনিয়নে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন বলেন, ‘সকল বৈষম্য দূর করার জন্যই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। আদিবাসীরাও সেই সংগ্রামে পিছিয়ে ছিল না। অকাতরে জীবন দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি পায়নি।’
বগুড়ার শেরপুরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উপজেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেবেকা সরেন বলেন, ‘সারা দেশে প্রতিনিয়ত আদিবাসীদের হত্যা, ভূমি দখল–উচ্ছেদের চলছে। সম্প্রতি শেরপুরেও হামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি।’
তিনি এসবের বিচার দাবি করেন। এ ছাড়া আদিবাসী সম্প্রদায়ের শিশুদের শিক্ষা বিশেষত প্রাথমিকের পর্যায় পর্যন্ত তাঁদের মাতৃভাষায় শিক্ষাদানের দাবি জানান। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করেন নীপা রানী কণ্ডু।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার সভাপতি কমল তুরি সিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলার সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ।
এ ছাড়া আরও বক্তব্য দেন সিপিবির শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি শংকর সাহা, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি বার্না বাঁশ টুডু, উপদেষ্টা তাজুল ইসলাম, বগুড়া জেলার উপদেষ্টা সন্তোষ কুমার পাল, কাজল তুড়ি সিং, মালতি রানী সিং, নিমাই ঘোষ প্রমুখ।
আলোচনা শুরুতেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদের ১ মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে কোমল তুরি সিংকে সভাপতি ও প্রাণ কুমারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৪ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৪ মিনিট আগেআজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) দিবস। এ বছর প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমের ৩৪ বছর পূর্ণ করে ৩৫ বছরে পদার্পণ করছে। এমন মুহূর্তে এসে ছাত্র-জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশে খুবিকে নব আবহে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেচরমপন্থী জীবন থেকে ফিরে ঘোড়ার গাড়ি চালিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বাকুল মিয়া (৪৫)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করল দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত নয়টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি উত্তরপাড়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত...
৩৫ মিনিট আগে