নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।
আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকার মধ্যে পড়ে না।’
রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘গাড়িটি আমাদের এসি (ল্যান্ড)-এর ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। সামনে এসে হার্ড ব্রেক করে স্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।’
ইউএনও বলেন, ‘এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছেন। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজখবর রাখছি।’
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।
আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকার মধ্যে পড়ে না।’
রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।
দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘গাড়িটি আমাদের এসি (ল্যান্ড)-এর ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সে সময় বৃষ্টি হচ্ছিল। সামনে এসে হার্ড ব্রেক করে স্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।’
ইউএনও বলেন, ‘এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছেন। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজখবর রাখছি।’
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে