ই-মুভি প্ল্যানের রাজশাহীর এজেন্ট কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ০১
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৫: ২৮

বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা লুটে নেওয়া চীনা অ্যাপ ই-মুভি প্ল্যানের রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিককে (৩৬) কারাগারে পাঠিয়েছেন আদালত। মানিকের সঙ্গে তাঁর সহযোগী সিয়াম আলীকেও (৩০) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। তিনি জানান, এ দুই আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আগাম জামিন শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁরা নিম্ন আদালতে হাজির হন। এ সময় আইনজীবীর মাধ্যমে তাঁরা জামিনের আবেদন করেন। তবে আদালত তা নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠিয়েছেন।

এই মামলার এনামুল হক (৪২) নামের আরেক আসামি জামিনে রয়েছেন। রাজশাহীর পবা নতুনপাড়া মহল্লার বাসিন্দা জুয়েল রানা টিটু (২৭) এই মামলার বাদী।

থানা-পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে গুগল প্লে স্টোরে চীন থেকে অবমুক্ত করা হয় ই-মুভি প্ল্যান অ্যাপ। এই অ্যাপে সর্বনিম্ন ২ হাজার টাকায় একটি হিসাব খুলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিলেই তা ব্যবহারকারীর হিসাবে মার্কিন ডলারে দেখাত। সেই ডলার দিয়ে অ্যাপে বিভিন্ন দেশের সিনেমার টিকিট কিনলেই লভ্যাংশ দেওয়া হতো। বিনিয়োগ করা টাকা উঠে যেত এক মাসেই।

একসঙ্গে ৩ হাজার ডলার বিনিয়োগে এক মাসে লাভ দেখানো হতো ৩৬০ গুণ বেশি। হঠাৎ ১২ ফেব্রুয়ারি ই-মুভি প্ল্যান বন্ধ হয়ে যায়। এই অ্যাপের সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন চীনা নাগরিক। গত ৭ জানুয়ারি তাঁরা ঢাকায় এসেছিলেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ই-মুভি প্ল্যানের এজেন্ট ছিল। রাজশাহীর এজেন্ট আজমল হুদা মানিক রাজশাহী নগরীর শিরোইল কলোনির সাড়ে ৩ নম্বর গলির এক ভাড়া বাড়িতে অফিস খুলেছিলেন। ই-মুভি প্ল্যান বন্ধ হয়ে গেলে তিনি অফিস বন্ধ করে পালিয়ে যান। রাজশাহীর অনেক গ্রাহক নওগাঁর মান্দায় মানিকের গ্রামের বাড়ি গিয়ে তাঁর খোঁজ পাননি।

পরে প্রতারিত গ্রাহক জুয়েল রানা টিটু বাদী হয়ে আজমল হুদা মানিকসহ তিনজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন। মামলাটি এখন তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা থেকে সিআইডি এই মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে। চীনা প্রতারকদের নিয়ে এসে তাঁরা ঢাকায় ই-মুভি প্ল্যানের গ্রাহকদের সঙ্গে একটি কনফারেন্সের আয়োজন করেছিলেন। দেখিয়েছিলেন নানা প্রলোভন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত