শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুলাল (৪০) নামের ওই ব্যক্তি পৌর এলাকার শক্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
এক মাস আগে রাতে বাড়ির পাশে রাস্তার ওপর দুলালকে শিয়াল কামড় দেয়। এরপর তিনি গ্রামেই কবিরাজি চিকিৎসা করেন। এরপর জলাতঙ্কে আক্রান্ত হন। গত শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এদিকে গতকাল শনিবার ভোরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের আব্দুস ছালামের স্ত্রী হালিমা খাতুন ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে বের হলে বাড়ির উঠানে শিয়ালের আক্রমণের শিকার হন। শিয়াল তাঁর পায়ে কামড় দিয়ে গভীর ক্ষত তৈরি করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানীং উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পরপরই শিয়ালের হাঁকডাক শুরু হয়। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার আব্দুল আলিম জানান, রাত হলেই দল বেঁধে শিয়াল ডাকাডাকি করে। রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এমনকি বাড়ির উঠানে চলে আসে। মানুষ তখন বাড়ি থেকে বের হওয়ার সাহস করে না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাসস্থান সংকুচিত হয়ে পড়া ও খাবার সংকটের কারণে শিয়াল লোকালয়ে প্রবেশ করছে। শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় মুরগির খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গরুর খামারিরা পালাক্রমে রাত জেগে গরুর বাছুর পাহারা দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুলাল (৪০) নামের ওই ব্যক্তি পৌর এলাকার শক্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
এক মাস আগে রাতে বাড়ির পাশে রাস্তার ওপর দুলালকে শিয়াল কামড় দেয়। এরপর তিনি গ্রামেই কবিরাজি চিকিৎসা করেন। এরপর জলাতঙ্কে আক্রান্ত হন। গত শুক্রবার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এদিকে গতকাল শনিবার ভোরে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের আব্দুস ছালামের স্ত্রী হালিমা খাতুন ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে বাইরে বের হলে বাড়ির উঠানে শিয়ালের আক্রমণের শিকার হন। শিয়াল তাঁর পায়ে কামড় দিয়ে গভীর ক্ষত তৈরি করেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইদানীং উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যা নামার পরপরই শিয়ালের হাঁকডাক শুরু হয়। শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার আব্দুল আলিম জানান, রাত হলেই দল বেঁধে শিয়াল ডাকাডাকি করে। রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এমনকি বাড়ির উঠানে চলে আসে। মানুষ তখন বাড়ি থেকে বের হওয়ার সাহস করে না।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাসস্থান সংকুচিত হয়ে পড়া ও খাবার সংকটের কারণে শিয়াল লোকালয়ে প্রবেশ করছে। শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় মুরগির খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গরুর খামারিরা পালাক্রমে রাত জেগে গরুর বাছুর পাহারা দিচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেমাদারীপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার দুপুরে মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
১৭ মিনিট আগেখুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
২২ মিনিট আগেনওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট, গাইবান্ধা ও বগুড়া থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে পাঁচজন গত ২৮ ফেব্রুয়ারি পাবনার সাঁথিয়ায় সংঘটিত ডাক
২৯ মিনিট আগে