নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনের ওপর নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের দাফন শেষে ফেরার পথে নাটোর শহরের চকরামপুরের পচুর হোটেলে হামলার এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ হামলায় অংশ নেন এমপি শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ইসলাম কোয়েল ও নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেনসহ ৪-৫ জন। হামলায় গুরুতর জখম উপজেলা চেয়ারম্যান আসাদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতারা জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সবাই সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের নামাজে জানাযা এবং দাফন শেষে নাটোরে ফিরছিলেন। পথে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইনের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন মোবাইল ফোনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে জানান পচুর হোটেলে এমপি শিমুলের সমর্থক কয়েকজন তাদের ওপর হামলা করেছে। এরপর লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দ্রুত আমরা পচুর হোটেলে পৌঁছে দেখি স্টেশন এলাকার কোয়েল, কাউন্সিলর রানা এবং বাপ্পী দ্রুত হোটেল থেকে বের হয়ে আসছে। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদেরকে দাঁড়াতে বলে কি হয়েছে জানতে চান। তখন তারা জানায় তেমন কিছুই না। খাবার নিয়ে একটু ঝামেলা হয়েছে। বলেই তারা দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা হোটেলে ঢুকে দেখি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান গুরুতর আহত। তার মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করা হয়েছে। ফলে তারা মাথার চামড়া কেটে গুরুতর আহত হয়েছেন। এ সময় শাহীনের ঘারের পিছনে আঘাত করা হলে তিনিও অজ্ঞান হয়ে যান। হোটেলের ভেতরের খাবার সামগ্রী ছড়ানো ছিটানো এবং গ্লাস প্লেট ভাঙ্গা দেখতে পাই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘তিনি ফোনে বিষয়টি নাটোরের এসপি এবং ওসিকে জানিয়েছেন। নাটোর সদর থানার ওসি এবং কিছু পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে সরজমিনে প্রত্যক্ষ করেছেন। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’
নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. শরিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান আসাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’
এ বিষয়ে শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, ‘তিনি ঘটনার বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনিও জানাযা থেকে ঢাকায় যাচ্ছেন। খাবার টেবিলে কি নিয়ে হামলার ঘটনা ঘটলো তা সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত কোয়েল ও রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায় নি।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ছাত্রলীগ নেতা জীবন হত্যার আসামি। এ কারণে তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল হাইকোর্ট তাকে চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেন।
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনের ওপর নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নাটোরের সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের দাফন শেষে ফেরার পথে নাটোর শহরের চকরামপুরের পচুর হোটেলে হামলার এ ঘটনা ঘটে।
আহতদের অভিযোগ হামলায় অংশ নেন এমপি শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ইসলাম কোয়েল ও নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানা হোসেনসহ ৪-৫ জন। হামলায় গুরুতর জখম উপজেলা চেয়ারম্যান আসাদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতারা জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।’
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সবাই সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের নামাজে জানাযা এবং দাফন শেষে নাটোরে ফিরছিলেন। পথে নাটোর শহরের হরিশপুর পুলিশ লাইনের সামনে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন মোবাইল ফোনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানকে জানান পচুর হোটেলে এমপি শিমুলের সমর্থক কয়েকজন তাদের ওপর হামলা করেছে। এরপর লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দ্রুত আমরা পচুর হোটেলে পৌঁছে দেখি স্টেশন এলাকার কোয়েল, কাউন্সিলর রানা এবং বাপ্পী দ্রুত হোটেল থেকে বের হয়ে আসছে। এ অবস্থায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদেরকে দাঁড়াতে বলে কি হয়েছে জানতে চান। তখন তারা জানায় তেমন কিছুই না। খাবার নিয়ে একটু ঝামেলা হয়েছে। বলেই তারা দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা হোটেলে ঢুকে দেখি নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান গুরুতর আহত। তার মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করা হয়েছে। ফলে তারা মাথার চামড়া কেটে গুরুতর আহত হয়েছেন। এ সময় শাহীনের ঘারের পিছনে আঘাত করা হলে তিনিও অজ্ঞান হয়ে যান। হোটেলের ভেতরের খাবার সামগ্রী ছড়ানো ছিটানো এবং গ্লাস প্লেট ভাঙ্গা দেখতে পাই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, ‘তিনি ফোনে বিষয়টি নাটোরের এসপি এবং ওসিকে জানিয়েছেন। নাটোর সদর থানার ওসি এবং কিছু পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে সরজমিনে প্রত্যক্ষ করেছেন। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’
নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. শরিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান আসাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’
এ বিষয়ে শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, ‘তিনি ঘটনার বিষয়ে কিছুই জানেন না। কারণ তিনিও জানাযা থেকে ঢাকায় যাচ্ছেন। খাবার টেবিলে কি নিয়ে হামলার ঘটনা ঘটলো তা সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত কোয়েল ও রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায় নি।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ছাত্রলীগ নেতা জীবন হত্যার আসামি। এ কারণে তাকে উপজেলা চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল হাইকোর্ট তাকে চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৭ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩২ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪০ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
৪২ মিনিট আগে