ঈদের জামা কিনে দিতে ২-৩ দিন দেরি হবে জেনে ছাত্রের আত্মহত্যা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২২, ১৪: ৫৩

পাবনার সাঁথিয়ায় ২-৩ দিন পরে ঈদের জামা কিনে দিতে চাওয়ায় অভিমানে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম (৮)। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার দুপুরে ওই ছাত্র আত্মহত্যা করে। 

মৃত রাকিবুল ইসলাম উপজেলার আফতাবনগরের ছেচানিয়া মধ্যপাড়া গ্রামের বরফ বিক্রেতা মানিকের ছেলে এবং ছেচানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

এ বিষয়ে মৃতের বাবা মানিক জানান, গতকাল সকালে রাকিবুল তার বাবার কাছে ঈদের জামা কিনে চায়। তার বাবা ২-৩ দিন পরে কিনে দেব বরে বরফ বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন দুপুরে রাকিবুল সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশ সন্ধ্যায় আরাফাতের মরদেহ উদ্ধার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে। 

সাঁথিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে সাঁথিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত