নিয়ামতপুরে ১০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
Thumbnail image

নওগাঁর নিয়ামতপুরে ১০১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। 

এর আগে গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে টুয়েল মন্ডল (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী (পশ্চিম) এলাকার মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫)। 

সংবাদ সম্মেলনে গাজিউর রহমান বলেন, ছাতড়া বাজার থেকে সান্তোষপাড়াগামী সড়কে ওপর একটি কাভার্ডভ্যান পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সুমন বাপ্পি ও টুয়েল মন্ডলকে আটক করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশু করা হলে চারটি পাটের বস্তা ১০১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেন গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার মাধ্যমে এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি পলাতক আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত