পাবনা প্রতিনিধি
স্বামী-স্ত্রী পরস্পরের পরিকল্পনায় প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে নিজের বাসায় নিয়ে তোলা হয় আপত্তিকর ছবি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তাঁরা।
এমনই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়া মহল্লার মোশারফ শেখের ছেলে শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তাঁর স্ত্রী মুক্তা খাতুন।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন এক ব্যক্তি। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীতে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুক্তা খাতুন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন মুক্তা। পরবর্তীতে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় নিয়ে যান।
বাসায় নিয়ে গিয়ে ব্যবসায়ীকে ডাইনিং রুমে আটকে রাখেন মুন্না হোসেন এবং মুক্তা খাতুনসহ তাদের ২ / ৩ জন সহযোগী। এরপর সহযোগীদের মাধ্যমে জোরপূর্বক ওই ব্যবসায়ীর আপত্তিকর করে ছবি তোলেন। এ সময় তাঁকে কিল-ঘুষি, চড়থাপ্পড়, লাথি, কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।
পুলিশ সুপার জানান, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং আপত্তিকর ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজারসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন। এরপর ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। পরবর্তীতে ২০ হাজার টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর গত বৃহস্পতিবার অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দিনই জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্যান্য কর্মকর্তারা।
স্বামী-স্ত্রী পরস্পরের পরিকল্পনায় প্রেমের ফাঁদে ফেলার পর কৌশলে নিজের বাসায় নিয়ে তোলা হয় আপত্তিকর ছবি। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোবাইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তাঁরা।
এমনই অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পাবনা শহর থেকে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়া মহল্লার মোশারফ শেখের ছেলে শহরের ফজলুল হক রোডের মুক্ত টেইলার্সের মালিক মুন্না হোসেন এবং তাঁর স্ত্রী মুক্তা খাতুন।
জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, যশোর থেকে এসে পাবনায় পাটের ব্যবসা করতেন এক ব্যক্তি। মাঝে অভিযুক্তদের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরবর্তীতে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুক্তা খাতুন। সেই সুযোগে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন মুক্তা। পরবর্তীতে ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে তাঁকে গত ২০ মার্চ রাধানগর ময়দানপাড়ায় আসামিদের নিজস্ব বাসায় নিয়ে যান।
বাসায় নিয়ে গিয়ে ব্যবসায়ীকে ডাইনিং রুমে আটকে রাখেন মুন্না হোসেন এবং মুক্তা খাতুনসহ তাদের ২ / ৩ জন সহযোগী। এরপর সহযোগীদের মাধ্যমে জোরপূর্বক ওই ব্যবসায়ীর আপত্তিকর করে ছবি তোলেন। এ সময় তাঁকে কিল-ঘুষি, চড়থাপ্পড়, লাথি, কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন।
পুলিশ সুপার জানান, একপর্যায়ে আসামিরা ইসমাইলকে প্রাণে মেরে ফেলার এবং আপত্তিকর ছবি ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৭৩ হাজারসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা আদায় করেন। এরপর ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। পরবর্তীতে ২০ হাজার টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর গত বৃহস্পতিবার অভিযোগ দিলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দিনই জেট এল প্লাজায় অবস্থিত মুক্ত টেইলার্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনসহ অন্যান্য কর্মকর্তারা।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪০ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে