তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রায় আড়াই শ বছরের ঐতিহ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী দইমেলা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয়।
আজ ভোর থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় দইয়ের পাশাপাশি মুড়ি-মুড়কি, চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খেজুর গুড়সহ রসনাবিলাসী খাবার বেচাকেনা হয়।
ঐতিহ্যবাহী তাড়াশের দইমেলা নিয়ে রয়েছে নানা গল্প-কাহিনি। তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত ঘোষ বলেন, জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম রশিক রায় মন্দিরের মাঠে দইমেলার প্রচলন করেছিলেন।
এলাকায় এমনও জনশ্রুতি রয়েছে, জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টান্ন খুব পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। সেই থেকে জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিনি তিন দিনব্যাপী দইমেলা শুরু করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মাঘ মাসে সরস্বতী পূজার দিনে পঞ্চমী তিথিতে দইমেলার আয়োজন করা হয়।
কথিত আছে, সেই আমলে প্রতিবছর মেলায় আসা সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন দেওয়ার রেওয়াজও ছিল।
এদিকে দইমেলায় আসা এসব দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে। যেমন ক্ষীরসা দই, শাহি দই, চান্দাইকোনার দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, ডায়াবেটিক দই, শ্রীপুরী দই—এ রকম হরেক নামে, ভিন্ন ভিন্ন দামে শত শত মণ দই বিক্রি হয়।
বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, ঘুড়কা, নাটোরের গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, পাবনার চাটমোহরের হান্ডিয়ালের দই, ডায়াবেটিক দই, তাড়াশের দই প্রচুর বেচাকেনা হয়।
মেলায় বগুড়ার শেরপুর থেকে আসা মহাদেব ঘোষ বলেন, সম্প্রতি দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দাম বেড়েছে।
তবে চাহিদা থাকায় মেলায় আসা কোনো ঘোষের দই অবিক্রীত থাকে না।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, সরস্বতী পূজা উপলক্ষে দীর্ঘকাল ধরে দইয়ের মেলা হয়ে আসছে। আয়োজক কমিটি ছাড়াই এ মেলা হয়ে থাকে।
প্রায় আড়াই শ বছরের ঐতিহ্য নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে দিনব্যাপী দইমেলা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয়।
আজ ভোর থেকে শুরু হওয়া দিনব্যাপী এই মেলায় দইয়ের পাশাপাশি মুড়ি-মুড়কি, চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খেজুর গুড়সহ রসনাবিলাসী খাবার বেচাকেনা হয়।
ঐতিহ্যবাহী তাড়াশের দইমেলা নিয়ে রয়েছে নানা গল্প-কাহিনি। তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত ঘোষ বলেন, জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম রশিক রায় মন্দিরের মাঠে দইমেলার প্রচলন করেছিলেন।
এলাকায় এমনও জনশ্রুতি রয়েছে, জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টান্ন খুব পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। সেই থেকে জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিনি তিন দিনব্যাপী দইমেলা শুরু করেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর মাঘ মাসে সরস্বতী পূজার দিনে পঞ্চমী তিথিতে দইমেলার আয়োজন করা হয়।
কথিত আছে, সেই আমলে প্রতিবছর মেলায় আসা সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন দেওয়ার রেওয়াজও ছিল।
এদিকে দইমেলায় আসা এসব দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে। যেমন ক্ষীরসা দই, শাহি দই, চান্দাইকোনার দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, ডায়াবেটিক দই, শ্রীপুরী দই—এ রকম হরেক নামে, ভিন্ন ভিন্ন দামে শত শত মণ দই বিক্রি হয়।
বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, ঘুড়কা, নাটোরের গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, পাবনার চাটমোহরের হান্ডিয়ালের দই, ডায়াবেটিক দই, তাড়াশের দই প্রচুর বেচাকেনা হয়।
মেলায় বগুড়ার শেরপুর থেকে আসা মহাদেব ঘোষ বলেন, সম্প্রতি দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দাম বেড়েছে।
তবে চাহিদা থাকায় মেলায় আসা কোনো ঘোষের দই অবিক্রীত থাকে না।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল শেখ বলেন, সরস্বতী পূজা উপলক্ষে দীর্ঘকাল ধরে দইয়ের মেলা হয়ে আসছে। আয়োজক কমিটি ছাড়াই এ মেলা হয়ে থাকে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে