রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিনকে (৩৮) ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় নাফিজসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম নাফিজ (২১)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারস্থ বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাফিজ ওরফে সাদিক (২১) প্রতিনিয়ত বন্ধু বান্ধবদের নিয়ে আবাদপুকুর স্কুল গেটের সামনে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এসব বিষয় নিয়ে নিষেধ করায় আবাদপুকুর উত্তর পারার মৃত আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম তুহিনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও নাফিজ ও তাঁর বন্ধু বান্ধবদের নিয়ে স্কুল গেটের কাছে গেলে তুহিন নিষেধ করেন। এ ঘটনার জের ধরে নাফিজ ধারালো ছুরি দিয়ে তুহিনের বুকে, পেটেসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তুহিনকে রক্ষা করতে গেলে জিয়ারুল ইসলাম নান্নু ও সাফি নামের আরও দুজন আহত হয়।
এরপর নাফিজকে ধারালো ছুরিসহ আটক করে স্থানীয়রা। এ সময় নাফিজের সহযোগীরা পালিয়ে যায়। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে নাফিজকে আটক করে নিয়ে যায়। এ ছাড়া তুহিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা করেছেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, আহত তুহিনের স্ত্রীর করা মামলায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে শহিদুল ইসলাম তুহিনকে (৩৮) ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় নাফিজসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম নাফিজ (২১)। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবাদপুকুর বাজারস্থ বেবিস্ট্যান্ড এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাফিজ ওরফে সাদিক (২১) প্রতিনিয়ত বন্ধু বান্ধবদের নিয়ে আবাদপুকুর স্কুল গেটের সামনে মেয়েদেরকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এসব বিষয় নিয়ে নিষেধ করায় আবাদপুকুর উত্তর পারার মৃত আফজাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম তুহিনের সঙ্গে বিরোধ চলে আসছিল।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও নাফিজ ও তাঁর বন্ধু বান্ধবদের নিয়ে স্কুল গেটের কাছে গেলে তুহিন নিষেধ করেন। এ ঘটনার জের ধরে নাফিজ ধারালো ছুরি দিয়ে তুহিনের বুকে, পেটেসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুহিন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তুহিনকে রক্ষা করতে গেলে জিয়ারুল ইসলাম নান্নু ও সাফি নামের আরও দুজন আহত হয়।
এরপর নাফিজকে ধারালো ছুরিসহ আটক করে স্থানীয়রা। এ সময় নাফিজের সহযোগীরা পালিয়ে যায়। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ এসে নাফিজকে আটক করে নিয়ে যায়। এ ছাড়া তুহিনকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার দুপুরে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত তুহিনের স্ত্রী রাণী বিবি বাদী হয়ে গতকাল বুধবার রাতে মামলা করেছেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদি মাসুদ জানান, আহত তুহিনের স্ত্রীর করা মামলায় আটক নাফিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে