সিরাজগঞ্জ প্রতিনিধি
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ৯ মাস নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামগোপ গ্রামের আজিজ খান (৭০) নামের এক বৃদ্ধ। দীর্ঘ সময় ধরে স্বজনের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার।
এদিকে নিখোঁজ আজিজ খানের ছেলে আবুল হাসেম খান ধর্ম মন্ত্রণালয়ে এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সি কোম্পানি ‘শিমন ওভারসিজ এক্সপ্রেসকে’ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়েছে।
আজিজ খানের মেজ ছেলে আবু হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর রমজান মাসের প্রথম দিনে আমার বড় ভাই বাবাকে আবু রায়হান খান ইয়াকুব নামের মোয়ালেমের কাছে পৌঁছে দিয়ে আসেন। এরপর ইয়াকুব তাঁকে ঢাকায় নিয়ে যান। আমি এয়ারপোর্টে দেখা করার জন্য মোয়ালেম ইয়াকুবকে ফোন দিয়ে বাবাকে মোবাইল দিতে বললে তিনি বলেন, “উনি ঘুমিয়ে আছেন। ” এরপর সৌদি আরবে পৌঁছার পরও আমাদের ফোন করে জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘গত অক্টোবর মাসের শেষ দিকে সৌদি অ্যাম্বাসি থেকে আমাকে ফোন দিয়ে বলে বাবা মারা গেছেন। মরদেহ সেখানে দাফনের জন্য তারা একটা স্বাক্ষর দিতে বলেন। আমি মরদেহের ছবি বা ফুটেজ চাইলে তারা দেননি। এ কারণে বারবার ফোন দিলেও আমি সেখানে স্বাক্ষর দিতে যাইনি।’
আবু হাসেম খান বলেন, ‘সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা গ্রামের আসলাম উদ্দিন নামের এক অ্যাম্বাসি কর্মকর্তা গ্রামে এলে তাঁর বাসায় যাই। পরে চাচার অনুরোধে স্বাক্ষর দেই। পরে নাকি দাফন করা হয়েছে, শুনেছি।’
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ৯ মাস নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামগোপ গ্রামের আজিজ খান (৭০) নামের এক বৃদ্ধ। দীর্ঘ সময় ধরে স্বজনের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার।
এদিকে নিখোঁজ আজিজ খানের ছেলে আবুল হাসেম খান ধর্ম মন্ত্রণালয়ে এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সি কোম্পানি ‘শিমন ওভারসিজ এক্সপ্রেসকে’ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়েছে।
আজিজ খানের মেজ ছেলে আবু হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর রমজান মাসের প্রথম দিনে আমার বড় ভাই বাবাকে আবু রায়হান খান ইয়াকুব নামের মোয়ালেমের কাছে পৌঁছে দিয়ে আসেন। এরপর ইয়াকুব তাঁকে ঢাকায় নিয়ে যান। আমি এয়ারপোর্টে দেখা করার জন্য মোয়ালেম ইয়াকুবকে ফোন দিয়ে বাবাকে মোবাইল দিতে বললে তিনি বলেন, “উনি ঘুমিয়ে আছেন। ” এরপর সৌদি আরবে পৌঁছার পরও আমাদের ফোন করে জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘গত অক্টোবর মাসের শেষ দিকে সৌদি অ্যাম্বাসি থেকে আমাকে ফোন দিয়ে বলে বাবা মারা গেছেন। মরদেহ সেখানে দাফনের জন্য তারা একটা স্বাক্ষর দিতে বলেন। আমি মরদেহের ছবি বা ফুটেজ চাইলে তারা দেননি। এ কারণে বারবার ফোন দিলেও আমি সেখানে স্বাক্ষর দিতে যাইনি।’
আবু হাসেম খান বলেন, ‘সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা গ্রামের আসলাম উদ্দিন নামের এক অ্যাম্বাসি কর্মকর্তা গ্রামে এলে তাঁর বাসায় যাই। পরে চাচার অনুরোধে স্বাক্ষর দেই। পরে নাকি দাফন করা হয়েছে, শুনেছি।’
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
১২ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
১৬ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২৯ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে