বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ রাজিয়া সুলতানাকে (৪০) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাঁর দ্বিতীয় স্বামী আব্দুর রশিদ (৫৫)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, মেয়ে ও তাঁর জামাইকে সঙ্গে নিয়ে মাদক সেবন করতে দেখে রাগে বঁটি দিয়ে কুপিয়ে তিনি স্ত্রীকে হত্যা করেন। আজ বৃহস্পতিবার আদালতের জবানবন্দিতে তিনি এই তথ্য দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রী কান্দারগুচ্ছ গ্রামের বাসিন্দা। দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার চা বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত ৯ ফেব্রুয়ারি ভাড়া বাসায় স্ত্রী রাজিয়া সুলতানাকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে যান আব্দুর রশিদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে রাজিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল বুধবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গাজীপুরের সালনা বাজার এলাকা থেকে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আব্দুর রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তাঁর প্রথম স্ত্রী ১২ বছর আগে সৌদি আরব চলে যান। তিন বছর আগে তিনি বিধবা রাজিয়া সুলতানাকে বিয়ে করেন। রাজিয়ার আগের পক্ষের স্বামীর এক মেয়ে ও জামাই রয়েছে। আব্দুর রশিদ ব্যবসায়িক কাজে ঢাকায় বসবাস করতেন। ১৫-২০ দিন পরপর সান্তাহারে স্ত্রীর কাছে আসতেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ আরও বলেন, গত ৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে সান্তাহারে আসেন। এরপর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ৯ ফেব্রুয়ারি বিকেলে তিনি বাসায় ফিরে দেখেন, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে তাঁর স্ত্রী মাদক সেবন করছেন। এ দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে তিনি বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে পালিয়ে বগুড়া স্টেশনে আসেন। সেখানে রাত যাপন করে পরদিন গাজীপুরে পালিয়ে যান।
এ ঘটনায় সেদিনই রাজিয়া সুলতানার মা মর্জিনা বেগম বাদী হয়ে আদমদীঘি থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আব্দুর রশিদকে আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে তিনি স্ত্রী রাজিয়া সুলতানাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার কারণ উল্লেখ করে দায় স্বীকার করেন।
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূ রাজিয়া সুলতানাকে (৪০) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তাঁর দ্বিতীয় স্বামী আব্দুর রশিদ (৫৫)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, মেয়ে ও তাঁর জামাইকে সঙ্গে নিয়ে মাদক সেবন করতে দেখে রাগে বঁটি দিয়ে কুপিয়ে তিনি স্ত্রীকে হত্যা করেন। আজ বৃহস্পতিবার আদালতের জবানবন্দিতে তিনি এই তথ্য দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রী কান্দারগুচ্ছ গ্রামের বাসিন্দা। দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার চা বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
গত ৯ ফেব্রুয়ারি ভাড়া বাসায় স্ত্রী রাজিয়া সুলতানাকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে যান আব্দুর রশিদ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে রাজিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল বুধবার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে গাজীপুরের সালনা বাজার এলাকা থেকে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আব্দুর রশিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তাঁর প্রথম স্ত্রী ১২ বছর আগে সৌদি আরব চলে যান। তিন বছর আগে তিনি বিধবা রাজিয়া সুলতানাকে বিয়ে করেন। রাজিয়ার আগের পক্ষের স্বামীর এক মেয়ে ও জামাই রয়েছে। আব্দুর রশিদ ব্যবসায়িক কাজে ঢাকায় বসবাস করতেন। ১৫-২০ দিন পরপর সান্তাহারে স্ত্রীর কাছে আসতেন।
র্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ আরও বলেন, গত ৪ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে সান্তাহারে আসেন। এরপর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ৯ ফেব্রুয়ারি বিকেলে তিনি বাসায় ফিরে দেখেন, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে তাঁর স্ত্রী মাদক সেবন করছেন। এ দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে তিনি বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে পালিয়ে বগুড়া স্টেশনে আসেন। সেখানে রাত যাপন করে পরদিন গাজীপুরে পালিয়ে যান।
এ ঘটনায় সেদিনই রাজিয়া সুলতানার মা মর্জিনা বেগম বাদী হয়ে আদমদীঘি থানায় আব্দুর রশিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আব্দুর রশিদকে আজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সাদিয়া আফসানা রিমা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে তিনি স্ত্রী রাজিয়া সুলতানাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার কারণ উল্লেখ করে দায় স্বীকার করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে