১৩ দিন পর মৃত্যুশূন্য রামেকের করোনা ইউনিট

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৭
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৩

টানা ১৩ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুশূন্য ছিল এই ইউনিট।

হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের এক প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে কেউ মারা যাননি। এর আগে গত ৪ ফেব্রুয়ারি মৃত্যুশূন্য ছিল করোনা ইউনিট। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন দুজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন তিনজন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৪১ জন। 

এ ছাড়া বুধবার জেলার ৩৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত