দীর্ঘ প্রতীক্ষার পর আরটি-পিসিআর ল্যাব পেল নওগাঁবাসী

প্রতিনিধি, নওগাঁ
আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৮: ৩১
Thumbnail image

দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁয় চালু হয়েছে আরটি-পিসিআর ল্যাব। ল্যাবটিতে প্রতিদিন ৯৪ থেকে ৯৯ জন লোকের করোনার নমুনা পরীক্ষা করা যাবে। তবে লোকবল ও কর্মঘণ্টা বাড়ানো গেলে আরও বেশি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ল্যাবটি নওগাঁ মেডিকেল কলেজের তত্ত্বাবধানে পরিচালিত হবে। 

মঙ্গলবার বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবিএম আবু হানীফ প্রমুখ।   

হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাব না থাকায় এর আগে এখানে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো রাজশাহী, বগুড়াসহ অন্যান্য জেলার ল্যাবে। এভাবে নমুনা দিয়ে রিপোর্ট পেতে কমপক্ষে ৭-১০ দিন অপেক্ষা করতে হয়। এই ভোগান্তির কারণেও নমুনা সংগ্রহ কমে যাচ্ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হলো। 

নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী জানান, অনুমোদনের পর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব চালু করা যাচ্ছিল না। পরে সেটি মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজস্ব তহবিল থেকে কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে ল্যাব স্থাপন করা হয়েছে। কর্মঘণ্টা বাড়ানো গেলে আরও বেশি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত