রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ১৩
Thumbnail image

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে কাজের সময় এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গতকাল সোমবার রাতে প্রকল্পের ভেতরে রিঅ্যাক্টরের পাশে এ ঘটনা ঘটে। 

আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

পাসপোর্ট অনুযায়ী তাঁর নাম মালিকভ ইভান (৭০)। রুশ নাগরিক রূপপুর প্রকল্পের বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। 

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে রূপপুর প্রকল্পের রিঅ্যাক্টর এলাকার পাশে নিকিমত কোম্পানির কাজ করার সময় ইভান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে ‘এইস’ (এসিই) কোম্পানির কর্তব্যরত চিকিৎসক গিয়ে রুশ নাগরিককে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মৃত্যুসনদ সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

পরে গভীর রাতে ঈশ্বরদী থানার পুলিশ ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা সদর হাসপাতালে পাঠায়। 

চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুশ নাগরিক ইভান হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।’ 

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ইতিমধ্যে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে তাঁর মরদেহ ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত