নাটোর প্রতিনিধি
নাটোর পৌরসভার মল্লিকহাটি এলাকায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে আলিফ হোসেন নামে এক যুবকের কোপে শাওন মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মল্লিকহাটি ঈদগাহ মাঠ মোড়ে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত শাওন ওই এলাকার দেলু মন্ডলের ছেলে। শাওন রাজমিস্ত্রি কাজ করতেন। আলিফের কাছে পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খাবার হোটেল মালিক হাসিনা বেগম জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আলিফ ও পরে শাওন তাঁর হোটেলে নাশতার জন্য আসেন। তাঁরা মুখোমুখি একই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং টুকটাক কথাবার্তা বলছিলেন। হঠাৎ করেই তাঁরা দুজন ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁরা হোটেল থেকে উঠে যাওয়ার সময় শাওন আলিফকে চোর সম্বোধন করলে আলিফ ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা হাসুয়া দিয়ে শাওনের ঊরুতে কোপ দেন। মুহূর্তের মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়।
শাওনের প্রতিবেশীরা জানান, শাওন ও আলিফ দীর্ঘদিনের বন্ধু। তারা একই সঙ্গে চলতেন ফিরতেন। দিন শেষে রাজমিস্ত্রি শাওন ও রিকশাচালক আলিফ একত্রে আড্ডা দিতেন। তবে তাঁরা উভয়ের মাদকাসক্ত ছিলেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে আলিফ পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো শাওনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।
নাটোর পৌরসভার মল্লিকহাটি এলাকায় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে আলিফ হোসেন নামে এক যুবকের কোপে শাওন মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মল্লিকহাটি ঈদগাহ মাঠ মোড়ে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত শাওন ওই এলাকার দেলু মন্ডলের ছেলে। শাওন রাজমিস্ত্রি কাজ করতেন। আলিফের কাছে পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খাবার হোটেল মালিক হাসিনা বেগম জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে আলিফ ও পরে শাওন তাঁর হোটেলে নাশতার জন্য আসেন। তাঁরা মুখোমুখি একই টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং টুকটাক কথাবার্তা বলছিলেন। হঠাৎ করেই তাঁরা দুজন ৫০০ টাকা ভাগাভাগি নিয়ে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে তাঁরা হোটেল থেকে উঠে যাওয়ার সময় শাওন আলিফকে চোর সম্বোধন করলে আলিফ ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা হাসুয়া দিয়ে শাওনের ঊরুতে কোপ দেন। মুহূর্তের মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাওনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়।
শাওনের প্রতিবেশীরা জানান, শাওন ও আলিফ দীর্ঘদিনের বন্ধু। তারা একই সঙ্গে চলতেন ফিরতেন। দিন শেষে রাজমিস্ত্রি শাওন ও রিকশাচালক আলিফ একত্রে আড্ডা দিতেন। তবে তাঁরা উভয়ের মাদকাসক্ত ছিলেন।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ঘটনার পর থেকে আলিফ পলাতক রয়েছেন। তাঁকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো শাওনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।
প্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২০ মিনিট আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’
১ ঘণ্টা আগে