নওগাঁর জবই বিলের মাছের সুখ্যাতি দেশজুড়ে

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৬
Thumbnail image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'সরকার মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবই বিলের উন্নয়নে প্রকল্প গ্রহণের নির্দেশ দেন। এখন জবই বিল প্রকল্পের সুবিধা ভোগ করছেন এখানকার মৎস্যজীবীরা।' 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাধন চন্দ্র মজুমদার বলেন, 'জবই বিলের মাছের সুখ্যাতি রয়েছে দেশজুড়ে। এখানকার ৮০০ পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তাঁদের জীবিকা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বিলে সেচ প্রকল্পের আওতায় সারা বছর পানি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।' 

বিলের চারদিকে বনায়ন করার পাশাপাশি জবই বিলে পর্যটনের সুবিধা কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে খাদ্যমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণ করেন। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। 

সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভিন জানান, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে এদিন জবই বিলে ৭৪১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত