মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক ১ ঘণ্টা অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯: ২৩
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১০: ০৮
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়ক অবরোধের সময় সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের শিবতলা এলাকায় অবস্থান নিয়ে এক ঘণ্টার বেশি সময় অবরোধ করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় আটকা পড়ে স্থলবন্দরের পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

সনাতন ধর্মাবলম্বীদের অবরোধের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, ‘স্থানীয় মন্দিরগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

অবরোধকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন ধরে রাতে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে দুর্বৃত্তরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও কোনো ফল পাননি। গতকাল শুক্রবার রাতে একইভাবে মন্দিরের মূল ফটকে ইট ছোড়া হয়। এতে বিক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে আসে। সড়কে বাঁশ ও ইট ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধের কারণে সড়কের দুপাশ শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গামাতা মন্দিরের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস জানান, হিন্দুদের উত্ত্যক্ত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে মন্দিরে ইটপাটকেল ছুড়ছে। দোষীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে আবারও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর হাসান বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা ২৪ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছেন, তার আগেই দোষীদের ধরা হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্যই সেনাবাহিনী সর্বাত্মক সচেষ্ট থাকবে। তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে এবং দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসি জাকারিয়া বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলের আশপাশের সবগুলো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপকারীকে অচিরেই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত