নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আবু ইছা মুরাদ (২৮) ও মো. মিনহাজ (২২)। দুজনই উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। হঠাৎ নেপালপুর এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাতে সন্দেহভাজন চার ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, গ্রেপ্তার হওয়া মুরাদ ও মিনহাজ পুলিশ পরিচয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে আটক এবং তাঁদের ছেড়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করার বিষয়টি জানতে পারেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এসআই জাফর আহম্মেদ বলেন, ‘আসামিরা পুলিশ পরিচয়ে দুজনকে আটক করে চাঁদা দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন থানার পুলিশ এবং পরিচয় দিতে গড়িমসি করলে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
নওগাঁর পত্নীতলায় পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন আবু ইছা মুরাদ (২৮) ও মো. মিনহাজ (২২)। দুজনই উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক শ্রীপুর গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদসহ পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছিল। হঠাৎ নেপালপুর এলাকায় একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাতে সন্দেহভাজন চার ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এ সময় পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে, গ্রেপ্তার হওয়া মুরাদ ও মিনহাজ পুলিশ পরিচয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বলে আটক এবং তাঁদের ছেড়ে দেবে বলে ১০ হাজার টাকা দাবি করার বিষয়টি জানতে পারেন। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
এসআই জাফর আহম্মেদ বলেন, ‘আসামিরা পুলিশ পরিচয়ে দুজনকে আটক করে চাঁদা দাবি করেন। কিন্তু ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন থানার পুলিশ এবং পরিচয় দিতে গড়িমসি করলে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।’
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বাদী পুলিশ। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে