সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম মণ্ডল (৫২)। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর দায়ের কোপে তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী নাসিমা খাতুন ও তাঁর মেয়ে স্বপ্না খাতুনকে (২০) আটক করেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাইফুল ইসলাম কয়েক দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় বউ শ্বশুরবাড়িতে থাকতেন। আর সাইফুল প্রথম স্ত্রীর সঙ্গে আলাদা বাড়িতে থাকেন। আরেকটি বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ লেগেই ছিল। এদিকে দ্বিতীয় বউ তাঁদের বাড়িতে আসেন।
এর জেরে গতকাল শুক্রবার রাতে নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ফের ঝগড়া হয়। পরে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে স্ত্রী নাসিমা খাতুন তাঁর মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে তাঁকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সাইফুল ইসলামের ময়নাতদন্ত শেষে আগামীকাল রোববার লাশ সিরাজগঞ্জে আনা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রী নাসিমা খাতুন এবং তাঁর মেয়ে স্বপ্না খাতুনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম সাইফুল ইসলাম মণ্ডল (৫২)। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীর দায়ের কোপে তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী নাসিমা খাতুন ও তাঁর মেয়ে স্বপ্না খাতুনকে (২০) আটক করেছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাইফুল ইসলাম কয়েক দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর দ্বিতীয় বউ শ্বশুরবাড়িতে থাকতেন। আর সাইফুল প্রথম স্ত্রীর সঙ্গে আলাদা বাড়িতে থাকেন। আরেকটি বিয়ের পর থেকেই প্রথম স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ঝগড়া বিবাদ লেগেই ছিল। এদিকে দ্বিতীয় বউ তাঁদের বাড়িতে আসেন।
এর জেরে গতকাল শুক্রবার রাতে নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের ফের ঝগড়া হয়। পরে সাইফুল ইসলাম ঘুমিয়ে পড়লে স্ত্রী নাসিমা খাতুন তাঁর মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে তাঁকে উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আজ শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সাইফুল ইসলামের ময়নাতদন্ত শেষে আগামীকাল রোববার লাশ সিরাজগঞ্জে আনা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রী নাসিমা খাতুন এবং তাঁর মেয়ে স্বপ্না খাতুনকে আটক করা হয়েছে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২২ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩৪ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৪১ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে