রাজশাহী প্রতিনিধি
দুই বছরের প্রেম। পরিকল্পনা ছিল প্রেমিকের দেশে গিয়েই পরিণয়ের কাজটা সারবেন আলিশা এ্যানি সিনড্রেলা (২৬)। সে অনুযায়ী রাজশাহী এসে বিয়ের পিঁড়িতে বসেছেন এই মালয়েশিয়ান তরুণী। আগামী মাসেই স্বামী মো. জুলফিকারকে নিয়ে নিজ দেশে ফিরতে চান তিনি।
জুলফিকার (২৭) রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। ২০১৫ সাল থেকে থাকেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি করেন ব্যবসাও। মাঝে মাঝে দেশে আসেন। এরই মধ্যে দু বছর আগে আলিশার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর।
মাস ছয়েক আগে দেশে ফেরেন জুলফিকার। তার দুই মাস আগেই সিদ্ধান্ত নেন বিয়ের। আর ওই বিয়ে বাংলাদেশে হবে বলেও সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে আসেন আলিশা। ঈদের পর গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয় গায়েহলুদ। পরদিন হয় বিয়ে। এই বিয়েতে খুশি জুলফিকারের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাই।
আজ বুধবার সন্ধ্যায় কথা হয় জুলফিকারের সঙ্গে। তিনি জানান, আলিশা এ্যানি সিনড্রেলাকে তিনি ডাকেন স্যান্ড্রি নামে। তিনি মালয়েশিয়ার একটি ভিসা এজেন্সিতে চাকরি করেন। বছর দু-এক আগে মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। তিনি তখন তাঁদের পাসপোর্টগুলো আলিশাকে দিয়েছিলেন। আলিশা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই থেকেই তাঁদের সুসম্পর্ক। একপর্যায়ে হয়ে যায় মনের দেওয়া-নেওয়া। তারপরই বিয়ের সিদ্ধান্ত।
জুলফিকার জানান, মানুষ হিসেবে তাঁর স্ত্রী অসাধারণ। আলিশা আগে খ্রিষ্টান ছিলেন। বিয়ের আগে মুসলমান হয়েছেন। মুসলিম রীতিতে তাঁদের বিয়ে হয়েছে। এখন তাঁরা বাড়িতে এবং ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। রাজশাহী শহর খুব পছন্দ হয়েছে আলিশার।
আলিশা জানালেন, আগামী মাসেই তাঁরা একসঙ্গে মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দুজন নিজেদের মতো করে জীবন সাজাতে চান। আর মাঝে মাঝে আসতে চান বাংলাদেশে।
দুই বছরের প্রেম। পরিকল্পনা ছিল প্রেমিকের দেশে গিয়েই পরিণয়ের কাজটা সারবেন আলিশা এ্যানি সিনড্রেলা (২৬)। সে অনুযায়ী রাজশাহী এসে বিয়ের পিঁড়িতে বসেছেন এই মালয়েশিয়ান তরুণী। আগামী মাসেই স্বামী মো. জুলফিকারকে নিয়ে নিজ দেশে ফিরতে চান তিনি।
জুলফিকার (২৭) রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে। ২০১৫ সাল থেকে থাকেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা শেষ করে চাকরির পাশাপাশি করেন ব্যবসাও। মাঝে মাঝে দেশে আসেন। এরই মধ্যে দু বছর আগে আলিশার সঙ্গে মন দেওয়া-নেওয়া হয়ে যায় তাঁর।
মাস ছয়েক আগে দেশে ফেরেন জুলফিকার। তার দুই মাস আগেই সিদ্ধান্ত নেন বিয়ের। আর ওই বিয়ে বাংলাদেশে হবে বলেও সিদ্ধান্ত নেন দুজনে। সে অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে আসেন আলিশা। ঈদের পর গত ১৪ জুলাই অনুষ্ঠিত হয় গায়েহলুদ। পরদিন হয় বিয়ে। এই বিয়েতে খুশি জুলফিকারের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সবাই।
আজ বুধবার সন্ধ্যায় কথা হয় জুলফিকারের সঙ্গে। তিনি জানান, আলিশা এ্যানি সিনড্রেলাকে তিনি ডাকেন স্যান্ড্রি নামে। তিনি মালয়েশিয়ার একটি ভিসা এজেন্সিতে চাকরি করেন। বছর দু-এক আগে মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। তিনি তখন তাঁদের পাসপোর্টগুলো আলিশাকে দিয়েছিলেন। আলিশা সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। সেই থেকেই তাঁদের সুসম্পর্ক। একপর্যায়ে হয়ে যায় মনের দেওয়া-নেওয়া। তারপরই বিয়ের সিদ্ধান্ত।
জুলফিকার জানান, মানুষ হিসেবে তাঁর স্ত্রী অসাধারণ। আলিশা আগে খ্রিষ্টান ছিলেন। বিয়ের আগে মুসলমান হয়েছেন। মুসলিম রীতিতে তাঁদের বিয়ে হয়েছে। এখন তাঁরা বাড়িতে এবং ঘুরে বেড়িয়ে সময় কাটাচ্ছেন। রাজশাহী শহর খুব পছন্দ হয়েছে আলিশার।
আলিশা জানালেন, আগামী মাসেই তাঁরা একসঙ্গে মালয়েশিয়ায় ফিরতে চান। সেখানে দুজন নিজেদের মতো করে জীবন সাজাতে চান। আর মাঝে মাঝে আসতে চান বাংলাদেশে।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩২ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৩৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে