উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে নতুন জাতের বরই চাষ। উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকার স্থানীয় কৃষক ফজলুল হক শখের বসে ভারত থেকে ১৫ মাস আগে সংগ্রহ করেন নতুন জাতের বরইয়ে চারা। তিনি এই চারা তিন বিঘা জমিতে রোপণ করেন। পরে এই চারা থেকে সুস্বাদু বরই এবং ফলন ভালো হওয়ায় গ্রামের অন্য কৃষকদেরও এই জাতের বরই চাষে আগ্রহ বাড়ছে।
জানা যায়, কৃষক ফজলুল হক বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি শখের বশে ভিন্ন জাতের এই বরই চাষের উদ্যোগ নেন। বর্তমানে তাঁর এই উদ্যোগ বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। প্রতিটি গাছে ঝুলছে মিষ্টি জাতের সুস্বাদু বরই। বর্তমানে এই বরই তিনি বাজারে প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি করছেন।'
এ বিষয়ে বাগানে কর্মরত শ্রমিক সোহেল হোসেন বলেন, এই বাগান হওয়ায় এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেকে এখন বরইবাগানে কাজ করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছেন। বাগানে বরইগাছের গোড়া পরিষ্কার, স্প্রে করা, সার দেওয়া, গাছ থেকে বরই উত্তোলনসহ নানা কাজে ব্যস্ত থাকেন তাঁরা।
কৃষক ফজলুল হক বলেন, ‘দেশে অনেক রকমের বরই পাওয়া যায়। আমি সিডলেস বরই সম্পর্কে জেনে এই চারা সংগ্রহ করে রোপণ করি। বর্তমানে আমার বাগানের প্রতিটি গাছে থোকা থোকা বরই ঝুলছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারমূল্য ভালো থাকায় লাভের আশাবাদী আমি। এ ছাড়া ফলের পাশাপাশি গাছের কলম তৈরি করে বিক্রির উদ্যোগও নিয়েছি।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি আজকের পত্রিকাকে বলেন, নতুন জাতের এই বরই চাষে স্থানীয় কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এবং কৃষি অফিস থেকে ফজলুল হককে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শুরু হয়েছে নতুন জাতের বরই চাষ। উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকার স্থানীয় কৃষক ফজলুল হক শখের বসে ভারত থেকে ১৫ মাস আগে সংগ্রহ করেন নতুন জাতের বরইয়ে চারা। তিনি এই চারা তিন বিঘা জমিতে রোপণ করেন। পরে এই চারা থেকে সুস্বাদু বরই এবং ফলন ভালো হওয়ায় গ্রামের অন্য কৃষকদেরও এই জাতের বরই চাষে আগ্রহ বাড়ছে।
জানা যায়, কৃষক ফজলুল হক বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি শখের বশে ভিন্ন জাতের এই বরই চাষের উদ্যোগ নেন। বর্তমানে তাঁর এই উদ্যোগ বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। প্রতিটি গাছে ঝুলছে মিষ্টি জাতের সুস্বাদু বরই। বর্তমানে এই বরই তিনি বাজারে প্রতি কেজি ১০০ টাকা করে বিক্রি করছেন।'
এ বিষয়ে বাগানে কর্মরত শ্রমিক সোহেল হোসেন বলেন, এই বাগান হওয়ায় এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অনেকে এখন বরইবাগানে কাজ করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছেন। বাগানে বরইগাছের গোড়া পরিষ্কার, স্প্রে করা, সার দেওয়া, গাছ থেকে বরই উত্তোলনসহ নানা কাজে ব্যস্ত থাকেন তাঁরা।
কৃষক ফজলুল হক বলেন, ‘দেশে অনেক রকমের বরই পাওয়া যায়। আমি সিডলেস বরই সম্পর্কে জেনে এই চারা সংগ্রহ করে রোপণ করি। বর্তমানে আমার বাগানের প্রতিটি গাছে থোকা থোকা বরই ঝুলছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারমূল্য ভালো থাকায় লাভের আশাবাদী আমি। এ ছাড়া ফলের পাশাপাশি গাছের কলম তৈরি করে বিক্রির উদ্যোগও নিয়েছি।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি আজকের পত্রিকাকে বলেন, নতুন জাতের এই বরই চাষে স্থানীয় কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এবং কৃষি অফিস থেকে ফজলুল হককে সব ধরনের সহযোগিতাও করা হচ্ছে।
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
২ মিনিট আগেহলে আধিপত্য বিস্তার ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সক্রিয় করাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়।
১০ মিনিট আগেবরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
৪১ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
৪৪ মিনিট আগে