নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।
আজ শনিবার বেলা ১২টায় রুয়েটের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রুয়েট শিক্ষক সমিতি। এতে একাত্মতা প্রকাশ করে রুয়েট কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতিসহ সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। বক্তব্য দেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মচারী সমিতির নেতা কৌশক কুমার ঘোষ, বর্ষের শিক্ষার্থী মো. মিফতাহুল জান্নাত প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন প্রভাষক সারাফাত হোসেন অভি।
মানববন্ধনে বক্তারা রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের জোর দাবি জানান।
গত বছরের ৩০ জুলাই আগের ভিসির মেয়াদ শেষ হলে রুয়েটের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হয়ে যায়। এরপর রুটিন দায়িত্বে অতিরিক্ত ভিসি করা হয় অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে।
তবে নিয়মিত ভিসি না থাকার কারণে রুয়েটের সব কাজকর্মেই স্থবিরতা নেমে এসেছে। গত ২৮ মে শিক্ষকেরা ড. সাজ্জাদ হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষকদের চাপের মুখে ড. সাজ্জাদ সেদিন রাতে পদত্যাগ করেন। শিক্ষকদের অভিযোগ, ড. সাজ্জাদ অতিরিক্ত দায়িত্বে থাকায় নিয়মিত ভিসি নিয়োগ হচ্ছে না। আর নিয়মিত ভিসি না থাকায় তাঁরা পদোন্নতিও পাচ্ছেন না। ড. সাজ্জাদ পদত্যাগের পর এখন ভিসিশূন্য অবস্থায় আছে রুয়েট।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩৮ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে