লাইসেন্স না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৪ বেকারিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক,  রাজশাহী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৯: ৫৭
বিএসটিআইয়ের মান সনদ না নিয়েই বেকারি পরিচালনা করায় জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ না নিয়েই খাদ্যদ্রব্যে সরকারি এই সংস্থার মনোগ্রাম ব্যবহার করছিল রাজশাহীর চারটি বেকারি। এ কারণে বেকারি চারটিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন করছিল এসব বেকারি। এই অপরাধে চারঘাটের নন্দনগাছী এলাকায় অবস্থিত মিলন বেকারিকে ২৫ হাজার টাকা ও রিফাত বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে উপজেলার পাটিয়াকান্দি বাজারে অবস্থিত ভাই ভাই বেকারিকে ১০ হাজার ও জোতকার্ত্তিক এলাকায় অবস্থিত ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স নেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থার উন্নতি না করলে এবং বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত