রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহীতে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন রাজশাহীর এয়ারপোর্ট থানার তকিপুর মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের আব্দুল হাকিম (৩৫) এবং কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়ার তারভির ইসলাম সোহাগ (৩৫)। তাদের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ কমিশনার মো. রাকিব আজকের পত্রিকাকে বলেন, এন্টি টেররিজম ইউনিটের ঢাকা সদরদপ্তর থেকে রাজশাহীর অনলাইন জুয়াড়িদের তথ্য সংগ্রহ করে তদন্ত করছিল। এর প্রেক্ষিতে ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া পরিচালনার প্রমাণ থাকায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এই জুয়াড়িরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপ ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত