সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, দুর্ভোগে রাজশাহী কমিউটারের ৭০০ যাত্রী 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ২১: ১৩

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে রাজশাহী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে সিগন্যাল ল্যাম্পের পাশে এ ঘটনা ঘটে। এতে ট্রেনে থাকা প্রায় ৭০০ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন। 

স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ট্রেন ছাড়ার সংকেত দেওয়ার আগেই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজশাহী কমিউটার ট্রেনের চালক ট্রেন ছেড়ে দেন। এতে স্টেশন থেকে কিছু দূর যেতেই সংকেত ল্যাম্পের সামনে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। 

বিষয়টি রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন পাঠানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে। এ ছাড়া দুই নম্বর লাইন দিয়ে অন্য ট্রেন ধীর গতিতে চলাচল করবে। লাইনচ্যুত হওয়া ট্রেন। ছবি: আজকের পত্রিকাট্রেনের লাইনচ্যুতির পরপরই রাজশাহীগামী রাজশাহী কমিউটার ট্রেনের চালক পলাতক রয়েছেন। 

ট্রেনের যাত্রী হাওয়া বিবি বলেন, ‘ঢাকার টঙ্গী থেকে মুলাডুলি যাওয়ার জন্য ট্রেনে উঠি। জামতৈল স্টেশনে আসলে হঠাৎ ট্রেনের বিকট শব্দ হয়। পরে শুনি ট্রেন পড়ে গেছে। এখন রাতে কীভাবে বাড়ি যাব এটা নিয়ে চিন্তার মধ্যে আছি।’ 

শাকিল নামের আরেক যাত্রী বলেন, ‘ট্রেন লাইনচ্যুত যাওয়ায় অসহায় হয়ে গেছি। এত রাতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে চাটমোহর ফিরব?’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত