সিসি ক্যামেরায় চোখ রেখে চলত মাদকের কেনাবেচা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

বস্তির ভাঙাচোরা ঘর। সেই ঘরের গোপন জায়গায় বসানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এর কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি নজরদারি করা। আর ভেতরে মনিটরে চোখ রেখে নিরাপদে চলে মাদক বিকিকিনি। খোঁজ পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

তবে পালিয়ে যেতে সক্ষম হন ঘরের মালিক মোসা. শাহিদা (৩০)। এ সময় ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা, চারটি সিসি ক্যামেরা, একটি মনিটর ও নগদ ১ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়েছে। 

ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে রাজশাহী মহানগরীর আইডি বাগানপাড়া মহল্লায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পালিয়ে যাওয়া শাহিদার সহযোগী রতন আলী (৩৯) ও মো. মৃদুল (৩০), মাদকসেবী খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৬), মো. শাকিল (২৪), দুলু শেখ (৬৭) ও মো. রাকিব (২২)। 

র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শাহিদা তাঁর বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি করতেন। দেখতেন তাঁর বাড়ির দিকে কেউ আসছে কি না। এভাবে নজরদারি করে তিনি নিরাপদে মাদক কারবার করতেন।’ 

তিনি বলেন, ‘র‍্যাব সদস্যরা অভিযানে গেলে শাহিদা সিসি ক্যামেরায় দেখেই বাড়ি থেকে পালিয়ে যান। তবে ধরা পড়েন দুই সহযোগী ও চার মাদক কারবারি। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় শাহিদাকেও পলাতক আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত