রাবির আবাসিক হলের কক্ষে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৮
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষে এক শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
হল প্রশাসনের গঠন করা এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ একরামুল ইসলাম। 

মারা যাওয়া শিক্ষার্থী ফুয়াদ আল খতিব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ এবং ওই হলের আবাসিক শিক্ষার্থী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 

 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়িতে যান। পরে সেখান থেকে গত শনিবার রাত ৩টার দিকে তিনি তাঁর কক্ষে আসেন। পরদিন মোবাইল ফোনে না পেয়ে বেলা ৩টার দিকে সহপাঠীরা তাঁর কক্ষে আসেন এবং তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর মুখ থেকে রক্ত পড়ছিল এবং চেহারা কালো হয়ে গিয়েছিল। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, হলের আবাসিক শিক্ষক হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া বিষয়টি নিয়ে পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত