লালপুরে সাবেক স্ত্রীর শরীরে ‘অ্যাসিড’ নিক্ষেপের অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১: ১৯
Thumbnail image

নাটোরের লালপুরে মাদক মামলার আসামির বিরুদ্ধে সাবেক স্ত্রীসহ এক শিশুর শরীরে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে নিক্ষেপ করা তরল দ্রব্য অ্যাসিড কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। 

আজ বুধবার বিষয়টি জানিয়েছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমা (২২) ও তার চাচাতো ভাইয়ের মেয়ে মোছা. মাইমুনা (৪)। আর অভিযুক্ত জিয়া (২৫) পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, উপজেলার দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টুর মেয়ে মোছা. রিমার সঙ্গে পার্শ্ববর্তী রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে জিয়ার কিছুদিন আগে বিয়ে হয়। জিয়া একটি মাদক মামলায় জেলে যাওয়ার পর তাঁর স্ত্রী রিমা তিন-চার মাস আগে স্বামীকে ডিভোর্স দেন। জামিন পেয়ে জিয়া মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে রিমার বাড়িতে গিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে রিমার মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ ঝলসে যায়। আর পাশে দাঁড়িয়ে থাকা রিমার চাচাতো ভাইয়ের মেয়ে মাইমুনার চোখ ও মুখমণ্ডলে লেগে গুরুতর জখম হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা বৃষ্টি আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের হাসপাতালে আনার পর ক্ষতস্থানে ৫০ মিনিট ধরে পানি ঢালা হয়েছে। মহিলা রোগীর মুখমণ্ডল ও শরীরের কিছু অংশে ফোলা এবং শিশুর মুখ ফুলে ও এক চোখ বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো তরল পদার্থ তাদের ওপর নিক্ষেপ করা হয়েছে। রোগীদের ভাষ্যমতে, অ্যাসিড নিক্ষেপের কথা বলায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক মামলার আসামি জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত