নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
গবেষণার কাজে ব্যবহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা সরকার সুজিত কুমারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) দান করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রামেক কর্তৃপক্ষের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁর দেহ রামেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘তাঁর (সরকার সুজিত কুমার) লাশ বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। গবেষণা ও শিক্ষার কাজে তাঁর দান করা এই মরদেহ খুব প্রয়োজনীয়। তিনি দেহদানের মধ্য দিয়ে তাঁর মহত্ত্বের পরিচয় দিয়ে গেছেন।’
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সরকার সুজিত কুমারের মরদেহ নাটোরের সিংড়ায় নিজ গ্রামে নেওয়া হয়। এরপর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে নগরীর ভুবনমোহন পার্কে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে রাজশাহীর সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ছুটিতে বেড়াতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক সরকার সুজিত কুমার। তিনি রাবির বাংলা বিভাগের সাবেক সভাপতি ও রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া সরকার সুজিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন।
গবেষণার কাজে ব্যবহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বীর মুক্তিযোদ্ধা সরকার সুজিত কুমারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) দান করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রামেক কর্তৃপক্ষের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়। বর্তমানে তাঁর দেহ রামেক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘তাঁর (সরকার সুজিত কুমার) লাশ বর্তমানে আমাদের তত্ত্বাবধানে রয়েছে। গবেষণা ও শিক্ষার কাজে তাঁর দান করা এই মরদেহ খুব প্রয়োজনীয়। তিনি দেহদানের মধ্য দিয়ে তাঁর মহত্ত্বের পরিচয় দিয়ে গেছেন।’
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় সরকার সুজিত কুমারের মরদেহ নাটোরের সিংড়ায় নিজ গ্রামে নেওয়া হয়। এরপর আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বেলা ১১টার দিকে নগরীর ভুবনমোহন পার্কে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে রাজশাহীর সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজে তাঁর দেহ দান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার ছুটিতে বেড়াতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক সরকার সুজিত কুমার। তিনি রাবির বাংলা বিভাগের সাবেক সভাপতি ও রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া সরকার সুজিত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে