উল্লাপাড়া (সিরাজগঞ্জের) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মাণের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ করা হয়নি কসাইখানা। তাই উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কের পাশে নোংরা ও অপরিষ্কার স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই গরু জবাই করা হচ্ছে। মহাসড়কের পাশে যততত্র ফেলা হচ্ছে গবাদিপশুর বর্জ্য। এতে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। ফলে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ।
এসব ময়লার স্তূপে জীবাণুনাশক স্প্রে না করায় নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পশু জবাইয়ে ক্ষুব্ধ ক্রেতারা।
এ বিষয়ে পথচারী আবুল কালাম জানান, পৌরসভায় নির্দিষ্ট কসাইখানা না থাকায় যেখানে-সেখানে পশু জবাই করা হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পাশে পশু জবাই করায় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এ ছাড়া পশু মেডিকেলের পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। আর অসুস্থ পশুর মাংস খেয়ে অনেকেই রোগাক্রান্ত হয়ে পড়ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।
উল্লাপাড়া পৌর শহরের মাংস বিক্রেতা খালেক বলেন, ‘কসাইখানার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের পাশে পশু জবাই করতে হয়। বিশেষ করে শীতের সময় ঘন কুয়াশায় দুর্ঘটনার স্বীকার হতে হয়। এ ছাড়া কয়েক বছর আগে পশু জবাই করার সময় একজনের নিহতের ঘটনাও ঘটেছে। পৌরসভায় একাধিকবার বলার পরেও এখনো আমরা কসাইখানা পাইনি। আর কসাইখানা না থাকার কারণেই আমাদের রাস্তার ওপর পশু জবাই করতে হয়।’
উল্লাপাড়া সদর ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি বলেন, ‘রাস্তার পাশে পশু জবাই করে ফেলে যাওয়া বর্জ্য থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। এসব রোগজীবাণু মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের পেটের পীড়া, বুকের সমস্যা, ফুসফুসের সমস্যাসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে। এ জন্য ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে কেমিক্যালের মাধ্যমে অথবা ন্যূনতম ব্লিচিং পাউডারের মাধ্যমে জীবাণু ধ্বংস করে ফেলা উচিত।’
এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, পৌরসভার দুটি সমস্যার মধ্যে একটি হলো ডাম্পিং পয়েন্ট, আরেকটা কসাইখানা। তবে এসব জনদুর্ভোগ লাঘব করতে পাবনা-বগুড়া বৃহত্তর প্রকল্পের মাধ্যমে খুব শিগ্গির সমস্যার সমাধান করা হবে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মাণের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ করা হয়নি কসাইখানা। তাই উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কের পাশে নোংরা ও অপরিষ্কার স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই গরু জবাই করা হচ্ছে। মহাসড়কের পাশে যততত্র ফেলা হচ্ছে গবাদিপশুর বর্জ্য। এতে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। ফলে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ।
এসব ময়লার স্তূপে জীবাণুনাশক স্প্রে না করায় নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পশু জবাইয়ে ক্ষুব্ধ ক্রেতারা।
এ বিষয়ে পথচারী আবুল কালাম জানান, পৌরসভায় নির্দিষ্ট কসাইখানা না থাকায় যেখানে-সেখানে পশু জবাই করা হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পাশে পশু জবাই করায় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এ ছাড়া পশু মেডিকেলের পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। আর অসুস্থ পশুর মাংস খেয়ে অনেকেই রোগাক্রান্ত হয়ে পড়ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।
উল্লাপাড়া পৌর শহরের মাংস বিক্রেতা খালেক বলেন, ‘কসাইখানার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের পাশে পশু জবাই করতে হয়। বিশেষ করে শীতের সময় ঘন কুয়াশায় দুর্ঘটনার স্বীকার হতে হয়। এ ছাড়া কয়েক বছর আগে পশু জবাই করার সময় একজনের নিহতের ঘটনাও ঘটেছে। পৌরসভায় একাধিকবার বলার পরেও এখনো আমরা কসাইখানা পাইনি। আর কসাইখানা না থাকার কারণেই আমাদের রাস্তার ওপর পশু জবাই করতে হয়।’
উল্লাপাড়া সদর ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি বলেন, ‘রাস্তার পাশে পশু জবাই করে ফেলে যাওয়া বর্জ্য থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। এসব রোগজীবাণু মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের পেটের পীড়া, বুকের সমস্যা, ফুসফুসের সমস্যাসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে। এ জন্য ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে কেমিক্যালের মাধ্যমে অথবা ন্যূনতম ব্লিচিং পাউডারের মাধ্যমে জীবাণু ধ্বংস করে ফেলা উচিত।’
এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, পৌরসভার দুটি সমস্যার মধ্যে একটি হলো ডাম্পিং পয়েন্ট, আরেকটা কসাইখানা। তবে এসব জনদুর্ভোগ লাঘব করতে পাবনা-বগুড়া বৃহত্তর প্রকল্পের মাধ্যমে খুব শিগ্গির সমস্যার সমাধান করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে