রাজশাহীতে এক মণ গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫: ২৩
Thumbnail image

রাজশাহীর পুঠিয়ায় এক মণ গাঁজাসহ ডালিম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামে এই অভিযান চালায়।

আজ শনিবার র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি আমবাগানে ৪০ কেজি গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন দুই মাদক কারবারি। এ সময় র‍্যাব সদস্যরা অভিযানে গেলে একজন পালিয়ে যায়। তবে গাঁজাভর্তি দুটি বস্তাসহ ধরা পড়েন ডালিম। এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। আসামি ডালিমের বাড়ি পুঠিয়ার বানেশ্বর পূর্বপাড়া গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত