বগুড়া প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়ার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীর স্বর্ণালঙ্কার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার চালক ও তাঁর সহযোগীর ছিনতাইয়ের শিকার হওয়া যাত্রীরা সম্পর্কে মা-মেয়ে।
গতকাল রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আরতি। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সদরের উপশহর এলাকার ফাঁকা সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া আরতি ও তাঁর মা গীতা রানী সদরের কৈপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরতি ও তাঁর মা গীতা রানী বগুড়া গাবতলী উপজেলার কাগৈল গ্রামে এক আত্মীয়র বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের দত্তবাড়ি থেকে অটোরিকশা ভাড়া করেন। তারা ২০০ টাকা চুক্তিতে ওই অটোতে ওঠেন। চালক গাবতলীর উদ্দেশে যাত্রা শুরু করার পর যানজটের অজুহাত দেখিয়ে পথ পরিবর্তন করেন। তিনি বগুড়া করোনেশন স্কুলের মোড় দিয়ে যেতে থাকেন। সেখান থেকে তাঁর সহযোগীকে অটোতে তুলে নেন। পরে শহরের উপশহর এলাকার ফাঁকা সড়কে গিয়ে চলন্ত অটোতে চালকের ওই সহযোগী যাত্রীদের সামনে চাকু ধরেন। যাত্রী মা-মেয়ের গলা, নাক-কান ও আঙুলে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন। মা-মেয়ের কাছ থেকে মোট এক ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তারা। পরে অটো থামিয়ে অস্ত্রের মুখে তাদেরকে (মা-মেয়ে) নামিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরেকটি অটোতে তাদেরকে উঠিয়ে দেন ছিনতাইকারী দুজন। দিনদুপুরে প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও অস্ত্রের ভয়ে চিৎকার করেননি ভুক্তভোগীরা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
১৩ মিনিট আগেবিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগের মাথা পালিয়েছে কিন্তু লেজ এখনো দেশেই রয়ে গেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।’
১৯ মিনিট আগেসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি খাস জায়গায় গড়ে উঠা ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনভর এই অভিযান চলে।
২৩ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার হরিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে দুর্গাপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে