নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ইব্রাহিম হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী জমসেদ আলী। তিনি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী ছিলেন। গতকাল রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের জন্য ভোট গ্রহণের বিরতি ছিল। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।
এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন। দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী ইব্রাহিম হোসেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ছিলেন। আর সাধারণ সম্পাদক হয়েছেন আইনজীবী জমসেদ আলী। তিনি বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্রার্থী ছিলেন। গতকাল রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচনে ইব্রাহিম হোসেন ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের আবুল কাশেম পেয়েছেন ২৮৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জমসেদ আলী। তাঁর প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২৩৭ ভোট।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১ নম্বর বার ভবনে ভোট গ্রহণ হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্নভোজের জন্য ভোট গ্রহণের বিরতি ছিল। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, এক বছর মেয়াদি এই কমিটির ২১টি পদের জন্য নির্বাচন হয়।
এতে সভাপতিসহ ৫ জন নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীরা জিতেছেন। দুই প্যানেলের মোট ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাহী সদস্য পদের একটি পদের ক্ষেত্রে তিনজন প্রার্থী ২৮০টি করে ভোট পেয়েছেন। তাই এই এক পদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৩ জন। এর মধ্যে ৫৯০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে