বিদ্যুৎ সাশ্রয়ে রাজশাহীতে কমানো হলো সড়কের আলোকায়ন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৬: ০৯
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬: ৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী মহানগরীতে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিদ্যুৎ সাশ্রয়ে তিনি কমিয়ে দিয়েছেন নগর সড়কের আলোকায়ন। নগরীর রাস্তাগুলোর সড়কবাতির প্রতিটি পোলের পরিবর্তে এখন একটির পর দুটি পোলের বাতি বন্ধ থাকবে। এতে নগরীতে সড়কবাতির তিন ভাগের দুই ভাগই বিদ্যুৎ সাশ্রয় হবে।

গতকাল শনিবার রাত ৮টায় নগরীর তালাইমারী শহীদ মিনারসংলগ্ন বাদুড়তলা মোড়ে তালাইমারী-আলুপট্টি সড়কে বিদ্যুৎ সাশ্রয়ী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র লিটন। এর পরই তালাইমারী থেকে আলুপট্টি সড়কের পাশাপাশি বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত, বহরমপুর রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা সড়কের দৃষ্টিনন্দন সড়কবাতিগুলোর আলো কমানো হয়। সড়কগুলোতে বর্তমানে একটি করে পোলের পর দুটি করে পোলের বাতি বন্ধ থাকছে। অর্থাৎ দুটি করে পোলের পর একটি করে পোলে আলো জ্বলবে।

বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানিসহ ডলারের সংকট তৈরি হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী সব বিষয়ে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে রাজশাহী শহরের সড়কগুলোতে যে চমৎকার সড়কবাতি রয়েছে, সেগুলোর একটির পরপর দুটি করে পোলের বাতির আলো বন্ধ করে দেওয়া হলো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত