Ajker Patrika

মুক্তিযুদ্ধের সময় বেদখল ৫৪ বিঘা জমি ফিরে পেলেন শিব প্রসাদ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
মুক্তিযুদ্ধের সময় বেদখল ৫৪ বিঘা জমি ফিরে পেলেন শিব প্রসাদ

বগুড়ার শেরপুরে আদালতের রায়ে ৫৩ বছর পর নিজের জমি ফিরে পেলেন শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা। আজ সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্লটে ৫৪ বিঘা জমি পরিমাপ করে তাঁদের দখল বুঝিয়ে দেওয়া হয়। 

এ সময় বগুড়া জজ আদালতের পক্ষ থেকে সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ, গণমাধ্যমকর্মী, শিবপ্রসাদ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এবং শেরপুর থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ঘটনা সূত্রে জানা যায়, শিব প্রসাদের বাবা ভক্তি প্রসাদ। বগুড়ার শেরপুর উপজেলার ভীজানি গ্রামে ছিল তাঁর বাস। ১৯৪৭ সালে ভারত–পাকিস্তান ভাগের সময় ভক্তি প্রসাদ ভারতে চলে যান। কিন্তু এক বছর পরেই তিনি ফিরে আসেন। এরপর ১৯৬৫ সালে ভারত–পাকিস্তান যুদ্ধ শুরু হলে নিরাপত্তাহীনতার কারণে আবার ভারতে গিয়ে ১৯৬৮ সালে ফিরে আসেন। এরপর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে স্বাধীনতা–বিরোধীরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। সবকিছু পুড়িয়ে দেওয়া হয়। প্রাণ ভয়ে আবার ভারতে পালিয়ে যান তাঁরা। দেশ স্বাধীন হওয়ার ৫ বছর পর দেশে ফিরে আসেন। 

৫৩ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন শিব প্রসাদ। ছবি: আজকের পত্রিকাভক্তি প্রসাদ পরিবার ফিরে এসে আর কিছুই পাননি। তাঁদের সব সম্পত্তি তত দিনে দখল হয়ে গেছে। সেগুলোকে অর্পিত সম্পত্তি ঘোষণা করেছে সরকার। নিরুপায় হয়ে বগুড়া শহরের কলোনি এলাকায় বসবাস শুরু করেন তাঁরা। পরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস হলে তাঁরা আদালতে মামলা করেন। 

অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জমি ফিরে পেল ভক্তি প্রসাদের পরিবার। গত ২০ জুন বগুড়া জজ আদালতের সিনিয়র সহকারী জজ সঞ্চিতা বিশ্বাস এ রায় দেন। 

৫৩ বছর পর আদালতের রায়ে জমি ফিরে পেলেন শিব প্রসাদ। ছবি: আজকের পত্রিকাশিব প্রসাদ সরকার বলেন, ‘আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি। অবশেষে সত্যের জয় হয়েছে। আমরা পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি। তবে ভূমিদস্যুরা আবার যাতে আমাদের সম্পত্তি দখল করতে না পারে এ জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

জমি বুঝিয়ে দেওয়ার সময় বগুড়া জজ আদালতের অ্যাডভোকেট ও সার্ভে কমিশনার মো. আব্দুল লতিফ বলেন, ‘আমরা আদালতের রায় অনুযায়ী প্রকৃত মালিককে সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত