বাঘা (রাজশাহী) প্রতিনিধি
তীব্র তাপপ্রবাহে নাকাল মানুষ। এর ওপর অনাবৃষ্টি ও তীব্র খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার মানুষের। এমন অবস্থায় ব্যক্তি উদ্যোগে ভ্যানে করে সুপেয় পানি সরবরাহ করছেন এক স্কুলশিক্ষক রতন কুমার ভৌমিক।
রতন কুমার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি ব্যাংক এশিয়ার বাউসা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক। নিজ অর্থায়নে তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ফসলি জমিতে সেচেসহ দৈনন্দিন নিত্য-প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে পানি সংকটের কারণে। দীর্ঘ ৬ মাস বৃষ্টি না হওয়ায় উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। একটু পানির জন্য হাহাকার মানুষের। শুধু ফল, ফসল আর গবাদিপশু নয় জনজীবনে বিরাজ করছে অস্বস্তি।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বাউসা বাজারে নিজ সাবমার্সেবল (জল মোটর) থেকে পানি নিয়ে উপজেলার আড়ানী ইউনিয়নের আড়ানী রেল স্টেশন, নূননগর, বেড়েরবাড়ি, হরিপুর, বাউসা ইউনিয়নের বাউসা বেনুপুর, হাট বাউসা, বাউসা মিয়াপাড়া, টাউরিপাড়া, তেনাচুরা, সরকারপাড়া, ভেড়ালিপাড়া, পূর্বপাড়া গ্রামে প্রতিদিন পানি সরবরাহ করছেন।
বাউসা মিয়াপাড়া গ্রামের সুমাইয়া আক্তার রিয়া বলেন, ‘গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না। সাংসারিক নানা প্রয়োজনে পানি দরকার। এ সময়ে আমাদের পাশ দাঁড়িয়েছেন রতন দাদা। তার দেওয়া পানিতে আমরা উপকৃত হচ্ছি।’
বাউসা বাজারের চা দোকানি রাজা মিয়া বলেন, ‘আশপাশে কোনো টিউবওয়েলে পানি উঠছে না। পানি সংকটে মনে হচ্ছিল দোকান চালাতে পারব না। এমন সময় রতন ভৌমিকের ঘোষণা পানি প্রয়োজন হলে মুঠোফোনে জানাবেন পৌঁছে যাবে পানি। পানি পেয়ে চা দোকান সুন্দরভাবে চালিয়ে উপকৃত হচ্ছি।’
জানা গেছে, রাজশাহীর পূর্ব দক্ষিণ বাঘা-চারঘাট উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী শুকিয়ে খাঁ-খাঁ করছে। উপজেলার আড়ানী পৌর এলাকা দিয়ে বয়ে বড়াল নদসহ অন্য শাখা নদীগুলো মৃত প্রায়। বর্তমানে খাল-বিলসহ প্রায় নদীতেও মাছের পরিবর্তে চাষ হচ্ছে নানা ফসল, নিধন করা হচ্ছে গাছপালা। এতে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমশই নিচে নামছে। ক্রমশ মানুষের মধ্যে বাড়ছে পানির জন্য হাহাকার।
পানিবাহী ভ্যানগাড়ির চালক আজব আলী বলেন, ‘রতন দাদা এমন কাজকে সমর্থন জানিয়ে চারজন ভ্যান চালক পানি সরবরাহ করছি। ভাড়া যাইহোক এ কাজ করে আনন্দ পাচ্ছি। বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে পানি প্রয়োজনের বিষয়ে জানালে পানি পৌঁছে দিচ্ছি।’
রতন কুমার ভৌমিক বলেন, ‘মানুষ চাইলেও প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে পারছে না। তাই জনস্বার্থে নিজ অর্থায়নে পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। সংকট থাকা পর্যন্ত নিয়মিত পানি সরবরাহ চালিয়ে যাওয়া চেষ্টা করব।’
উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের প্রকৌশলী মিঠন কুমার রবি দাস বলেন, ভূ-গর্ভস্থ পানি স্তর ৩০ থেকে ৩৫ ফুট নিচে নেমে যাওয়ায় পানি পেতে সমস্যা হচ্ছে। তীব্র তাপপ্রবাহ, অনাবৃষ্টি, পুকুর খনন, জলাশয় ভরাট, গভীর নলকূপের বসানো কারণে এলাকার পানিস্তর নেমে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পানির স্তর নেমে যাওয়ার দেখা দিয়েছে সংকট। শুনেছি উপজেলার অনেকে বাউসা এলাকায় রতন কুমার ভৌমিকের মতো ভ্যান গাড়িতে করে গ্রামের লোকজনের বাড়ি ও বাজারের দোকানগুলোতে নিজ উদ্যোগে পানি সরবরাহ করছেন। কাজ সত্যই প্রশংসার যোগ্য।
তীব্র তাপপ্রবাহে নাকাল মানুষ। এর ওপর অনাবৃষ্টি ও তীব্র খরায় ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার মানুষের। এমন অবস্থায় ব্যক্তি উদ্যোগে ভ্যানে করে সুপেয় পানি সরবরাহ করছেন এক স্কুলশিক্ষক রতন কুমার ভৌমিক।
রতন কুমার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি ব্যাংক এশিয়ার বাউসা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক। নিজ অর্থায়নে তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ফসলি জমিতে সেচেসহ দৈনন্দিন নিত্য-প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে পানি সংকটের কারণে। দীর্ঘ ৬ মাস বৃষ্টি না হওয়ায় উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। একটু পানির জন্য হাহাকার মানুষের। শুধু ফল, ফসল আর গবাদিপশু নয় জনজীবনে বিরাজ করছে অস্বস্তি।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বাউসা বাজারে নিজ সাবমার্সেবল (জল মোটর) থেকে পানি নিয়ে উপজেলার আড়ানী ইউনিয়নের আড়ানী রেল স্টেশন, নূননগর, বেড়েরবাড়ি, হরিপুর, বাউসা ইউনিয়নের বাউসা বেনুপুর, হাট বাউসা, বাউসা মিয়াপাড়া, টাউরিপাড়া, তেনাচুরা, সরকারপাড়া, ভেড়ালিপাড়া, পূর্বপাড়া গ্রামে প্রতিদিন পানি সরবরাহ করছেন।
বাউসা মিয়াপাড়া গ্রামের সুমাইয়া আক্তার রিয়া বলেন, ‘গ্রামে টিউবওয়েলে পানি উঠছে না। সাংসারিক নানা প্রয়োজনে পানি দরকার। এ সময়ে আমাদের পাশ দাঁড়িয়েছেন রতন দাদা। তার দেওয়া পানিতে আমরা উপকৃত হচ্ছি।’
বাউসা বাজারের চা দোকানি রাজা মিয়া বলেন, ‘আশপাশে কোনো টিউবওয়েলে পানি উঠছে না। পানি সংকটে মনে হচ্ছিল দোকান চালাতে পারব না। এমন সময় রতন ভৌমিকের ঘোষণা পানি প্রয়োজন হলে মুঠোফোনে জানাবেন পৌঁছে যাবে পানি। পানি পেয়ে চা দোকান সুন্দরভাবে চালিয়ে উপকৃত হচ্ছি।’
জানা গেছে, রাজশাহীর পূর্ব দক্ষিণ বাঘা-চারঘাট উপজেলা দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী শুকিয়ে খাঁ-খাঁ করছে। উপজেলার আড়ানী পৌর এলাকা দিয়ে বয়ে বড়াল নদসহ অন্য শাখা নদীগুলো মৃত প্রায়। বর্তমানে খাল-বিলসহ প্রায় নদীতেও মাছের পরিবর্তে চাষ হচ্ছে নানা ফসল, নিধন করা হচ্ছে গাছপালা। এতে ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমশই নিচে নামছে। ক্রমশ মানুষের মধ্যে বাড়ছে পানির জন্য হাহাকার।
পানিবাহী ভ্যানগাড়ির চালক আজব আলী বলেন, ‘রতন দাদা এমন কাজকে সমর্থন জানিয়ে চারজন ভ্যান চালক পানি সরবরাহ করছি। ভাড়া যাইহোক এ কাজ করে আনন্দ পাচ্ছি। বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে পানি প্রয়োজনের বিষয়ে জানালে পানি পৌঁছে দিচ্ছি।’
রতন কুমার ভৌমিক বলেন, ‘মানুষ চাইলেও প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে পারছে না। তাই জনস্বার্থে নিজ অর্থায়নে পানি বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। সংকট থাকা পর্যন্ত নিয়মিত পানি সরবরাহ চালিয়ে যাওয়া চেষ্টা করব।’
উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের প্রকৌশলী মিঠন কুমার রবি দাস বলেন, ভূ-গর্ভস্থ পানি স্তর ৩০ থেকে ৩৫ ফুট নিচে নেমে যাওয়ায় পানি পেতে সমস্যা হচ্ছে। তীব্র তাপপ্রবাহ, অনাবৃষ্টি, পুকুর খনন, জলাশয় ভরাট, গভীর নলকূপের বসানো কারণে এলাকার পানিস্তর নেমে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পানির স্তর নেমে যাওয়ার দেখা দিয়েছে সংকট। শুনেছি উপজেলার অনেকে বাউসা এলাকায় রতন কুমার ভৌমিকের মতো ভ্যান গাড়িতে করে গ্রামের লোকজনের বাড়ি ও বাজারের দোকানগুলোতে নিজ উদ্যোগে পানি সরবরাহ করছেন। কাজ সত্যই প্রশংসার যোগ্য।
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
১ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
১ ঘণ্টা আগেরাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আয়েশা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি।
১ ঘণ্টা আগে