গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরী দুই বান্ধবীর আত্মহত্যা 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২২, ০৯: ৫৪

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে কিশোরী দুই বান্ধবী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন। 

মৃত দুই কিশোরী হলো—হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে যুথী খাতুন (১৪) ও পাকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শাবানা খাতুন (১৪)। তারা দুজনই হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। 
 
স্থানীয়রা বলছে, দুই বান্ধবী শনিবার বিকেলে হান্ডিয়াল বাজার থেকে গ্যাস ট্যাবলেট খেয়ে যে যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে তারা পরিবারের সদস্যদের জানায়। এ সময় উভয়কে হান্ডিয়াল বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাদের পাবনা পাঠানো হয়। পাবনার যাওয়ার পথে সন্ধ্যার দিকে আটঘরিয়াতে মৃত্যু হয় যুথীর। এদিকে রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাবানার। 

স্থানীয়রা আরও বলছে, ওই দুই কিশোরী কিছুদিন আগে টিকটক ভিডিও বানাতে একসঙ্গে ঢাকায় গিয়েছিল। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি। 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত