বগুড়া প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে মাদকের বিস্তৃতি যেমন ঘটছে তেমনি মাদক মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। মাদক মামলার আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে তারা। কারাবন্দী মোট আসামির ৬০ শতাংশের বেশি মাদক মামলার আসামি।’
আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। জেলখানার আসামিদের অধিকাংশই মাদক মামলার। মাদক মামলাগুলো কেন বছরের পর বছর ধরে ঝুলে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক মামলা ঝুলে থাকার একটি কারণ হলো, সাক্ষীরা সময়মতো আদালতে সাক্ষ্য দিতে আসেন না। এ ছাড়া, মাদক মামলার আসামিরা জামিন পেয়ে যান নানাভাবে। তবে আইন সংশোধিত হয়েছে। সেই মোতাবেক বিচারকাজ চালিয়ে বিচারকগণ এখন দ্রুতই মাদক মামলার নিষ্পত্তি করতে পারবেন।’
বগুড়া জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন সাহায্যের জন্য ফোন করলেই পুলিশ সেবাপ্রার্থীর কাছে হাজির হয়ে যায়। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি এবং সেলাইমেশিন প্রদান করেন মন্ত্রী।
সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন চত্বরে মুক্তির ‘অমর কাব্য’ নামের একটি ম্যুরাল উদ্বোধন করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দেশে মাদকের বিস্তৃতি যেমন ঘটছে তেমনি মাদক মামলার বিচার দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু থেমে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। মাদক মামলার আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে তারা। কারাবন্দী মোট আসামির ৬০ শতাংশের বেশি মাদক মামলার আসামি।’
আজ মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। জেলখানার আসামিদের অধিকাংশই মাদক মামলার। মাদক মামলাগুলো কেন বছরের পর বছর ধরে ঝুলে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক মামলা ঝুলে থাকার একটি কারণ হলো, সাক্ষীরা সময়মতো আদালতে সাক্ষ্য দিতে আসেন না। এ ছাড়া, মাদক মামলার আসামিরা জামিন পেয়ে যান নানাভাবে। তবে আইন সংশোধিত হয়েছে। সেই মোতাবেক বিচারকাজ চালিয়ে বিচারকগণ এখন দ্রুতই মাদক মামলার নিষ্পত্তি করতে পারবেন।’
বগুড়া জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ডিজিটাল হয়েছে। এখন সাহায্যের জন্য ফোন করলেই পুলিশ সেবাপ্রার্থীর কাছে হাজির হয়ে যায়। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।
রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান, বগুড়া-৭ আসনের এমপি রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে ভ্যানগাড়ি এবং সেলাইমেশিন প্রদান করেন মন্ত্রী।
সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ লাইন চত্বরে মুক্তির ‘অমর কাব্য’ নামের একটি ম্যুরাল উদ্বোধন করেন।
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এসব বনভূমিতে গড়ে ওঠা শতাধিক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ একর বনভূমি।
৫ মিনিট আগেআদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
২৭ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩৩ মিনিট আগে