চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি স্বপ্না আক্তার জেসমিনের (৩২)। সুদের টাকা লেনদেনের জেরে তাঁকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত স্বপ্না আক্তার জেসমিন চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার আলীনগর এলাকার বাসিন্দা মো. কুতুব উদ্দিনের (৪০) স্ত্রী। এই দম্পতির ৬ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে।
গত ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকার মাঠে আগুনে দগ্ধ অবস্থায় স্বপ্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় গ্রেপ্তার চারজন হলেন–শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা। তাঁরা একই এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় শরিফুল ইসলাম হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে চার জনেকই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার থেকে পাঁচ বছর আগে শরিফুল ইসলাম তাঁর বোন স্বপ্নার কাছ থেকে এক লাখ আট হাজার ঋণ টাকা নেন। ওই টাকা স্বপ্না কয়েকবার ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন শরিফুল ইসলাম। গত ৬ জানুয়ারি স্বপ্নাকে মোবাইল ফোনে কল দিয়ে শরিফুল তাঁর বাড়িতে পাওনা টাকা নিতে আসতে বলেন। তাঁর কথা মতো স্বপ্না শরিফুলের বাড়ি গিয়ে দেখেন তিনি ছিলেন না। এরপর তিনি আরেক প্রতিবেশীর বাড়িতে শরিফুলের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে সন্ধ্যা হলে স্বপ্নাকে আবারও ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন।
এ সময় শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩–৪ জন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। এরপর স্বপ্না চিৎকার দিলে তাঁর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গোপন করার উদ্দ্যেশে লাশের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে কুপিয়ে হত্যা করে। মরদেহ যেন না চেনা যায় সে জন্য তাঁর মরদেহ ওই মাঠে নিয়ে নিয়ে শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন লাগিয়ের পুড়িয়ে দেয়। গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের মাঠ থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি স্বপ্না আক্তার জেসমিনের (৩২)। সুদের টাকা লেনদেনের জেরে তাঁকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নিহত স্বপ্না আক্তার জেসমিন চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার আলীনগর এলাকার বাসিন্দা মো. কুতুব উদ্দিনের (৪০) স্ত্রী। এই দম্পতির ৬ ও ১২ বছরের দুই ছেলে রয়েছে।
গত ৬ জানুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকার মাঠে আগুনে দগ্ধ অবস্থায় স্বপ্না আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৮ জানুয়ারি স্বপ্নার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও অন্যান্য আলামতসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় গ্রেপ্তার চারজন হলেন–শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা। তাঁরা একই এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে ১৬৪ ধারায় শরিফুল ইসলাম হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। পরে চার জনেকই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, চার থেকে পাঁচ বছর আগে শরিফুল ইসলাম তাঁর বোন স্বপ্নার কাছ থেকে এক লাখ আট হাজার ঋণ টাকা নেন। ওই টাকা স্বপ্না কয়েকবার ফেরত চাইলে তা দিতে টালবাহানা শুরু করেন শরিফুল ইসলাম। গত ৬ জানুয়ারি স্বপ্নাকে মোবাইল ফোনে কল দিয়ে শরিফুল তাঁর বাড়িতে পাওনা টাকা নিতে আসতে বলেন। তাঁর কথা মতো স্বপ্না শরিফুলের বাড়ি গিয়ে দেখেন তিনি ছিলেন না। এরপর তিনি আরেক প্রতিবেশীর বাড়িতে শরিফুলের জন্য অপেক্ষা করতে থাকেন। এর মধ্যে সন্ধ্যা হলে স্বপ্নাকে আবারও ফোন দিয়ে ঘটনাস্থলে আসতে বলেন।
এ সময় শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা ৩–৪ জন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কপালে আঘাত করে। এরপর স্বপ্না চিৎকার দিলে তাঁর গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরবর্তীতে লাশ গোপন করার উদ্দ্যেশে লাশের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নির্বাচনের আগের রাতে শরিফুল ইসলাম, পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে স্বপ্না আক্তার জেসমিনকে কুপিয়ে হত্যা করে। মরদেহ যেন না চেনা যায় সে জন্য তাঁর মরদেহ ওই মাঠে নিয়ে নিয়ে শরীরে পেট্রল ঢেলে দিয়ে আগুন লাগিয়ের পুড়িয়ে দেয়। গ্রেপ্তার চারজনের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে