নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দুটি ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ অনাদায়ের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসমত আরা জানান, শাফিউল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে। ভুক্তভোগী তরুণী (২১) একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এ ছাড়া মেসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়দের কাছেও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।
এরপর ওই তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।
আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নওগাঁর এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে প্রচারের দায়ে শাফিউল ইসলাম ওরফে শাফিকে (২৫) কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন আদালত।
আজ সোমবার সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। দুটি ধারার প্রতিটিতে আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার প্রতি এক লাখ অনাদায়ের জন্য আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসমত আরা জানান, শাফিউল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর গ্রামে। ভুক্তভোগী তরুণী (২১) একসঙ্গেই পড়াশোনা করতেন। শাফিউল এই তরুণীর নামে নকল একটি ফেসবুক আইডি খুলেছিলেন। সেখানে ওই তরুণীর আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করা হতো। এ ছাড়া মেসেঞ্জারের মাধ্যমে তরুণীর আত্মীয়দের কাছেও পাঠানো হতো। ২০২১ সালের ২ জানুয়ারি ওই তরুণী রাজশাহী শহরে তাঁর এক আত্মীয়ের বাসায় ছিলেন। তখন ফেসবুকে তার নামে খোলা নকল আইডি এবং সেখানে পোস্ট করা ছবি ও ভিডিও চোখে পড়ে।
এরপর ওই তরুণী ২০২১ সালের ২০ মে নগরীর শাহমখদুম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাফিউলের বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই মামলার রায় ঘোষণা করা হয়।
আইনজীবী ইসমত আরা জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২২ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
২৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২৮ মিনিট আগে