সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ আসামিদের মুক্তির দাবিতে থানা ঘেরাও হয়েছে। আজ বুধবার সকালে ফটকের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় খামারগ্রাম ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গোপীনাথপুরের বাসিন্দা রাশেদ উদ্দিন ভুইয়া (৪২) এই কলেজের প্রভাষক। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অন্যরা হলেন- গোপীনাথপুরের নাজমুল হোসেন রোকন ভুইয়া (২৫), খোকশাবাড়ির আশরাফুল ইসলাম (২৭) ও এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকার আজিজুল হক হৃদয় (২০)।
গ্রেপ্তার চারজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ এনে সাতজনের নাম উল্লেখসহ মোট ১০-১৫ জনকে আসামিকে তার বাবা থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া মামলার আরেক আসামি হৃদয়ের আত্মীয়।
মামলার এজাহার অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নবম শ্রেণির ছাত্রীকে আজিজুল হক হৃদয় উত্ত্যক্ত করে আসছিলেন। ২৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার সময় হৃদয় তাঁর হাত ও ওড়না ধরে টানাটানি করেন এবং শ্লীলতাহানি করে ঘটনাস্থলে আটকে রাখেন। খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা ঘটনাস্থলে গেলে আসামিরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে আজ সকালে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা থানা ফটকের সামনে অবস্থান নিয়ে কলেজ প্রভাষকের মুক্তির দাবিতে স্লোগান দেন। তাঁরা থানার সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। তাঁদের দাবি, প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়াসহ অন্য আসামিরা নির্দোষ।
সিরাজগঞ্জের এনায়েতপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার স্থানীয় আওয়ামী লীগের এক নেতাসহ আসামিদের মুক্তির দাবিতে থানা ঘেরাও হয়েছে। আজ বুধবার সকালে ফটকের সামনে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় খামারগ্রাম ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে গোপীনাথপুরের বাসিন্দা রাশেদ উদ্দিন ভুইয়া (৪২) এই কলেজের প্রভাষক। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। অন্যরা হলেন- গোপীনাথপুরের নাজমুল হোসেন রোকন ভুইয়া (২৫), খোকশাবাড়ির আশরাফুল ইসলাম (২৭) ও এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম এলাকার আজিজুল হক হৃদয় (২০)।
গ্রেপ্তার চারজনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ এনে সাতজনের নাম উল্লেখসহ মোট ১০-১৫ জনকে আসামিকে তার বাবা থানায় মামলা করেছেন।
তিনি আরও বলেন, আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়া মামলার আরেক আসামি হৃদয়ের আত্মীয়।
মামলার এজাহার অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে নবম শ্রেণির ছাত্রীকে আজিজুল হক হৃদয় উত্ত্যক্ত করে আসছিলেন। ২৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ি ফেরার সময় হৃদয় তাঁর হাত ও ওড়না ধরে টানাটানি করেন এবং শ্লীলতাহানি করে ঘটনাস্থলে আটকে রাখেন। খবর পেয়ে স্কুলছাত্রীর বাবা ঘটনাস্থলে গেলে আসামিরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করে স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে আজ সকালে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা। তাঁরা থানা ফটকের সামনে অবস্থান নিয়ে কলেজ প্রভাষকের মুক্তির দাবিতে স্লোগান দেন। তাঁরা থানার সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। তাঁদের দাবি, প্রভাষক রাশেদ উদ্দিন ভূইয়াসহ অন্য আসামিরা নির্দোষ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে