পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় পৌরসভা এলাকার বিবাহ রেজিস্ট্রার মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেশাদ্রব্য না পেয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান পরিবার ও স্বজনেরা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের কাঠালবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পৌর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মেহেদী পৌর এলাকার মুসলিম বিবাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সময়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। আর এ ঘটনায় তাঁর বাবা-মা গত তিন দিন আগে ঘরে তালা দিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে তিনি নেশাদ্রব্য জন্য চিৎকার করেছিলেন। এ সময় তাঁর পরিবারের লোকজন যোহরের নামাজ পড়তে যান। এ সময় মেহেদী ঘরের আড়ায় সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের চাচা কামাল হোসেন বলেন, ‘গ্রামের বখাটে যুবকদের পাল্লায় পড়ে মেহেদী হাসান মাদকাসক্ত হয়ে যায়। ওর বাবা আব্দুল মোমিন মৌলভি বিভিন্নভাবে তাঁকে মাদকমুক্ত করার চেষ্টা করেন। এতে কোনো প্রতিকার না হওয়ায় বিগত সময়ে দুইবার থানা-পুলিশের মাধ্যমে শোধনাগারে রাখা হয়েছিল। কিন্তু এতেও কোনো প্রতিকার হয়নি। মাদকের টাকার জন্য মাঝে মধ্যে বাবা-মাকেও লাঞ্ছিত করত সে। যার কারণে মেহেদীকে ঘরে তালাবদ্ধ করে রাখে ওর বাবা-মা। কিন্তু ঘরের মধ্যে মাদক না পেয়ে সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আত্মহত্যার বিষয়টি আমাদের মোবাইলে কল করে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
রাজশাহীর পুঠিয়ায় পৌরসভা এলাকার বিবাহ রেজিস্ট্রার মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেশাদ্রব্য না পেয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান পরিবার ও স্বজনেরা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের কাঠালবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পৌর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মেহেদী পৌর এলাকার মুসলিম বিবাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি সময়ে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। আর এ ঘটনায় তাঁর বাবা-মা গত তিন দিন আগে ঘরে তালা দিয়ে রাখেন। মঙ্গলবার দুপুরে তিনি নেশাদ্রব্য জন্য চিৎকার করেছিলেন। এ সময় তাঁর পরিবারের লোকজন যোহরের নামাজ পড়তে যান। এ সময় মেহেদী ঘরের আড়ায় সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের চাচা কামাল হোসেন বলেন, ‘গ্রামের বখাটে যুবকদের পাল্লায় পড়ে মেহেদী হাসান মাদকাসক্ত হয়ে যায়। ওর বাবা আব্দুল মোমিন মৌলভি বিভিন্নভাবে তাঁকে মাদকমুক্ত করার চেষ্টা করেন। এতে কোনো প্রতিকার না হওয়ায় বিগত সময়ে দুইবার থানা-পুলিশের মাধ্যমে শোধনাগারে রাখা হয়েছিল। কিন্তু এতেও কোনো প্রতিকার হয়নি। মাদকের টাকার জন্য মাঝে মধ্যে বাবা-মাকেও লাঞ্ছিত করত সে। যার কারণে মেহেদীকে ঘরে তালাবদ্ধ করে রাখে ওর বাবা-মা। কিন্তু ঘরের মধ্যে মাদক না পেয়ে সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আত্মহত্যার বিষয়টি আমাদের মোবাইলে কল করে জানানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে