নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই মানুষকে সংঘবদ্ধ করে রাজপথে নেমেছি। রাজপথের ফয়সালা আইনে এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব। তার আগে নয়।’
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুকু।
বিএনপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগের দল করে, তাদের প্রত্যেকটা লোক সুযোগ-সুবিধা পেয়েছে। আর দেশের মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারে না, বাজার করতে পারে না, বাজার গিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের মানুষকে হাহাকারের মধ্যে পড়তে হয়েছে।’
টুকু বলেন, আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ অনেক আছে, খাদ্যের সিকিউরিটি আছে। এখন আবার বলছে আগামী মাস থেকে বা দুই মাস পর থেকে খাদ্যের ঘাটতি দেখা দিবে। দুর্ভিক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কী আমি এখন ধরে নিবো লীগ আর দুর্ভিক্ষ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত? আমরা কিছু বললে বলে পাকিস্তানের দালাল।’
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমরা মানুষের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। তাই মানুষকে সংঘবদ্ধ করে রাজপথে নেমেছি। রাজপথের ফয়সালা আইনে এ সরকারের পতন ঘটিয়েই আমরা ঘরে ফিরব। তার আগে নয়।’
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। বিএনপির রাজশাহী বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টুকু।
বিএনপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগের দল করে, তাদের প্রত্যেকটা লোক সুযোগ-সুবিধা পেয়েছে। আর দেশের মানুষ দু-বেলা দু-মুঠো ভাত খেতে পারে না, বাজার করতে পারে না, বাজার গিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশের মানুষকে হাহাকারের মধ্যে পড়তে হয়েছে।’
টুকু বলেন, আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে বলেছিল বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের মজুদ অনেক আছে, খাদ্যের সিকিউরিটি আছে। এখন আবার বলছে আগামী মাস থেকে বা দুই মাস পর থেকে খাদ্যের ঘাটতি দেখা দিবে। দুর্ভিক্ষ থাকবে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছি। তাহলে কী আমি এখন ধরে নিবো লীগ আর দুর্ভিক্ষ একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত? আমরা কিছু বললে বলে পাকিস্তানের দালাল।’
বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যশোরের চাঁচড়ার দূরত্ব ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার। এ মহাসড়ক ধরে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মালবাহী ও যাত্রীবাহী যানবাহন বেনাপোল ও দর্শনা স্থলবন্দর, মোংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণের জেলায় যাতায়াত করে। খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। অথচ মহাসড়ক
৪১ মিনিট আগেগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৯ ঘণ্টা আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
১০ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
১১ ঘণ্টা আগে